ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তিন ফরম্যাটেই বাংলাদেশের নতুন অধিনায়ক শান্ত

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ২৪ বার পঠিত

নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুরে বিসিবি কার্যালয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এজেন্ডা নিয়ে আজকের সভায় আলোচনা হয়। যাতে অন্যতম ছিল অধিনায়ক ইস্যু।

সভা শেষে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চূড়ান্ত হয় জাতীয় দলের টিম সিলেক্টরও। মিনহাজুল আবেদী নান্নুকে বাদ দিয়ে প্রধান নির্বাচক করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।

গত অক্টোবরে ভারতে ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের অধিনায়ক করা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

বিশ্বকাপের শেষদিকে ইনজুরিতে পড়ায় এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি সাকিবের। তার অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে এবং দেশের বাইরের সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে দারুণ কিছু সাফল্য উপহার দেন শান্ত।

শান্তর অধিনায়কত্বে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের বাইরে গিয়েও নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারিয়ে আসে বাংলাদেশ দল।

এমন দারুণ পারফরম্যান্সের কারণে নতুন অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে।

Facebook Comments Box
ট্যাগস :

তিন ফরম্যাটেই বাংলাদেশের নতুন অধিনায়ক শান্ত

আপডেট সময় : ১১:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুরে বিসিবি কার্যালয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এজেন্ডা নিয়ে আজকের সভায় আলোচনা হয়। যাতে অন্যতম ছিল অধিনায়ক ইস্যু।

সভা শেষে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চূড়ান্ত হয় জাতীয় দলের টিম সিলেক্টরও। মিনহাজুল আবেদী নান্নুকে বাদ দিয়ে প্রধান নির্বাচক করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।

গত অক্টোবরে ভারতে ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের অধিনায়ক করা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

বিশ্বকাপের শেষদিকে ইনজুরিতে পড়ায় এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি সাকিবের। তার অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে এবং দেশের বাইরের সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে দারুণ কিছু সাফল্য উপহার দেন শান্ত।

শান্তর অধিনায়কত্বে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের বাইরে গিয়েও নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারিয়ে আসে বাংলাদেশ দল।

এমন দারুণ পারফরম্যান্সের কারণে নতুন অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে।

Facebook Comments Box