আগামী তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।
ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, ‘আমরা প্যাডেল রিকশামালিক সংগঠনগুলোর পক্ষ থেকে রিট লড়ছি। গত তিন মাসে ব্যাটারিচালিত রিকশা বেপরোয়াভাবে বেড়েছে। পাশাপাশি অবৈধ বিদুৎতের মাধ্যমে এসব রিকশা চার্জ করা হচ্ছে।’
এসব বিষয় আদালতে উপস্থাপন করা হয়েছে আদালতে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘হাইকোর্ট রুল দিয়েছেন এবং তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের পদক্ষেপ নিতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন।’
এর আগে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক জোট গত ২৭ অক্টোবর রিট করেছিল।
রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলছে। এর একটি অংশ ব্যাটারিচালিত। এছাড়া প্যাডেলচালিত রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।
সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা অস্বাভাবিক হারে বেড়েছে। অলিগলিসহ মূল সড়কে রিকশার দাপটে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ বাহনটি সড়কে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও দাপিয়ে বেড়াচ্ছে এসব রিকশা।
রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর ও পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশার আধিক্য চোখে পড়ার মতো।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2024 সারাবেলার সংবাদ. All rights reserved.