ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি ও জাবিতে গণপিটুনিতে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক,ঢাবি
  • আপডেট সময় : ০৪:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ বার পঠিত

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দু:খপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধী বা সন্দেহভাজনকে পুলিশে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “একজন অন্যায় করলে আইনের হাতে তাকে তুলে ধরেন। আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোন অধিকার নেই। আইনের হাতে সোপর্দ করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোন অবস্থায় হেনস্থা না হয় জনসচেতনতা তৈরি করতে হবে।”

এছাড়া, শুধুমাত্র ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নাম মামলায় দেয়ার অনুরোধ করে মি. চৌধুরী বলেন, “আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদের নাম দেন। অন্যদের নাম দিয়েন না। অন্যদের নাম দিলে তদন্ত করতে সময় ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয় এদিকে খেয়াল রাখতে হবে।”

“মিডিয়াতেও বলছি, পেপারে দিছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে এরেস্ট করা হবে না।”

“ডিবিকে আজকেই ইন্সট্রাকশন দিয়ে দিছি, পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে ধরার কথা শুধু ক্রিমিনালদের। সাধারণ মানুষদেরকে তো ধরবে না” বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

পুলিশ যাতে জনবান্ধব হয় এটা নিয়ে পুলিশের সাথে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

Facebook Comments Box
ট্যাগস :

ঢাবি ও জাবিতে গণপিটুনিতে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দু:খপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধী বা সন্দেহভাজনকে পুলিশে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “একজন অন্যায় করলে আইনের হাতে তাকে তুলে ধরেন। আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোন অধিকার নেই। আইনের হাতে সোপর্দ করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোন অবস্থায় হেনস্থা না হয় জনসচেতনতা তৈরি করতে হবে।”

এছাড়া, শুধুমাত্র ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নাম মামলায় দেয়ার অনুরোধ করে মি. চৌধুরী বলেন, “আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদের নাম দেন। অন্যদের নাম দিয়েন না। অন্যদের নাম দিলে তদন্ত করতে সময় ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয় এদিকে খেয়াল রাখতে হবে।”

“মিডিয়াতেও বলছি, পেপারে দিছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে এরেস্ট করা হবে না।”

“ডিবিকে আজকেই ইন্সট্রাকশন দিয়ে দিছি, পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে ধরার কথা শুধু ক্রিমিনালদের। সাধারণ মানুষদেরকে তো ধরবে না” বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

পুলিশ যাতে জনবান্ধব হয় এটা নিয়ে পুলিশের সাথে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

Facebook Comments Box