ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

ঢাবি অধ্যাপক জুনাইদের অফিস কক্ষে তালা দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৭১ বার পঠিত
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিভাগের শিক্ষার্থীরা চারটি তালা নিয়ে স্লোগান দিতে দিতে প্রথমে অধ্যাপক ড. নাদির জুনাইদের অফিস কক্ষ এবং তিনটি ক্লাসরুমের দরজায় তালা ঝুলিয়ে দেন। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং বিচার ত্বরান্বিত করতেই ক্লাসরুমগুলোতে তালা লাগিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা পূর্বঘোষিত তিন দফা দাবি আবার পেশ করেন।

এদিকে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যাপক নাদির জুনাইদকে ৩ মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আবুল মনসুরের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেজিস্ট্রারের দপ্তরের চিঠিতে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখতে অধ্যাপক নাদিরকে তিন মাসের ছুটিতে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত কমিটি গঠনসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে বলেও চিঠিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন বিভাগেরই এক ছাত্রী। তিনি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।
Facebook Comments Box
ট্যাগস :

ঢাবি অধ্যাপক জুনাইদের অফিস কক্ষে তালা দিলেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ১২:০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিভাগের শিক্ষার্থীরা চারটি তালা নিয়ে স্লোগান দিতে দিতে প্রথমে অধ্যাপক ড. নাদির জুনাইদের অফিস কক্ষ এবং তিনটি ক্লাসরুমের দরজায় তালা ঝুলিয়ে দেন। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং বিচার ত্বরান্বিত করতেই ক্লাসরুমগুলোতে তালা লাগিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা পূর্বঘোষিত তিন দফা দাবি আবার পেশ করেন।

এদিকে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যাপক নাদির জুনাইদকে ৩ মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আবুল মনসুরের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেজিস্ট্রারের দপ্তরের চিঠিতে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখতে অধ্যাপক নাদিরকে তিন মাসের ছুটিতে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত কমিটি গঠনসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে বলেও চিঠিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন বিভাগেরই এক ছাত্রী। তিনি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।
Facebook Comments Box