ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা আন্দোলনে যেতে দিচ্ছে না ছাত্রলীগ, হলে তালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১০ বার পঠিত

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পুনর্বহাল রায়ের প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের আসাবিক হল থেকে শিক্ষার্থীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এমনকি হলের প্রধান ফটকে ছাত্রলীগ তালা দিয়ে রেখেছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে এ খবর পাওয়া গেছে।হলের শিক্ষার্থীরা বলছেন, আমরা আন্দোলনে যেতে পারছি না। আমাদের কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটকে তালা দিয়ে রেখেছে ছাত্রলীগ। এতে আন্দোলনে যোগ দিতে চাওয়া শতাধিক শিক্ষার্থী হলের ভেতর আটকে পড়েন।

পরে শিক্ষার্থীদের তোপের মুখে তালা খুলে দেওয়া হয়। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, কবি জসীম উদ্দীন হল, বিজয় একাত্তর হলের মূল ফটকে চেয়ার-টেবিল নিয়ে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা অবস্থান নেয়। স্যার এ এফ রহমান হলে আন্দোলনে ডাকার জন্য শিক্ষার্থীদের মাইকিংয়ে বাধা দেয় ছাত্রলীগ।

এদিকে শাহবাগে আন্দোলন চলাকালে নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে ছাত্রলীগ।তবে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি বলেন, আমাদের কোনো নেতাকর্মী শিক্ষার্থীদের বাধা দেয়নি। এটি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে এর সমাধান হবে। এখানে কাউকে বাধা দেওয়ার তো প্রশ্ন আসে না।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হয়নি। রিট আবেদনকারী পক্ষের আবেদনে বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটির শুনানি ‘নট টুডে’-আজ নয় বলে আদেশ দেন। তবে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত।

আদালতের এমন ঘোষণার পর শাহবাগে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box
ট্যাগস :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা আন্দোলনে যেতে দিচ্ছে না ছাত্রলীগ, হলে তালা

আপডেট সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পুনর্বহাল রায়ের প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের আসাবিক হল থেকে শিক্ষার্থীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এমনকি হলের প্রধান ফটকে ছাত্রলীগ তালা দিয়ে রেখেছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে এ খবর পাওয়া গেছে।হলের শিক্ষার্থীরা বলছেন, আমরা আন্দোলনে যেতে পারছি না। আমাদের কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটকে তালা দিয়ে রেখেছে ছাত্রলীগ। এতে আন্দোলনে যোগ দিতে চাওয়া শতাধিক শিক্ষার্থী হলের ভেতর আটকে পড়েন।

পরে শিক্ষার্থীদের তোপের মুখে তালা খুলে দেওয়া হয়। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, কবি জসীম উদ্দীন হল, বিজয় একাত্তর হলের মূল ফটকে চেয়ার-টেবিল নিয়ে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা অবস্থান নেয়। স্যার এ এফ রহমান হলে আন্দোলনে ডাকার জন্য শিক্ষার্থীদের মাইকিংয়ে বাধা দেয় ছাত্রলীগ।

এদিকে শাহবাগে আন্দোলন চলাকালে নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে ছাত্রলীগ।তবে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি বলেন, আমাদের কোনো নেতাকর্মী শিক্ষার্থীদের বাধা দেয়নি। এটি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে এর সমাধান হবে। এখানে কাউকে বাধা দেওয়ার তো প্রশ্ন আসে না।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হয়নি। রিট আবেদনকারী পক্ষের আবেদনে বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটির শুনানি ‘নট টুডে’-আজ নয় বলে আদেশ দেন। তবে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত।

আদালতের এমন ঘোষণার পর শাহবাগে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box