ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ববি প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৭ বার পঠিত

বৈষম্যমূলক কোটা সংস্কারের এক দফা দাবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টায় বরিশাল শহর থেকে মিছিল নিয়ে দপদপিয়া সেতু পার হয়ে বিশ্ববিদ্যালয়ের আসেন শিক্ষার্থীদের একাংশ এবং আবাসিক হল থেকে আসা শিক্ষার্থীদের একটি মিছিল এসে একত্রিত হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় বিশ্বাস শুভ বলেন, আমরা একটি যৌক্তিক আন্দোলন নিয়ে রাজপথে নেমেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না দিয়ে চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছে৷ প্রশাসনকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমাদের মা-বাবা যেন আমাদের নিয়ে দুশ্চিন্তায় না থাকে। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবো না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলকারী শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের ওপরে যে হামলায় নিহত হয়েছেন তাঁর বিচার এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের এই অবরোধ।

আন্দোলনকারী শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, গতকাল সারারাত ঘুমাতে পারিনি। জাহাঙ্গীরনগরেসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের ওপরে হামলা করা হয়েছে। আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা কেন? এই হামলা করে তারা কি আমাদের দাবিয়ে রাখতে চায় ? আমরা পরিষ্কার করে বলে দিতে চাই তাদের এই হীন ষড়যন্ত্র ব্যর্থ হবে। হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। রাজপথে আমরা লড়ে যাব দাবি আদায় না হওয়া পর্যন্ত।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবু সাইদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

Facebook Comments Box
ট্যাগস :

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

বৈষম্যমূলক কোটা সংস্কারের এক দফা দাবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টায় বরিশাল শহর থেকে মিছিল নিয়ে দপদপিয়া সেতু পার হয়ে বিশ্ববিদ্যালয়ের আসেন শিক্ষার্থীদের একাংশ এবং আবাসিক হল থেকে আসা শিক্ষার্থীদের একটি মিছিল এসে একত্রিত হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় বিশ্বাস শুভ বলেন, আমরা একটি যৌক্তিক আন্দোলন নিয়ে রাজপথে নেমেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না দিয়ে চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছে৷ প্রশাসনকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমাদের মা-বাবা যেন আমাদের নিয়ে দুশ্চিন্তায় না থাকে। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবো না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলকারী শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের ওপরে যে হামলায় নিহত হয়েছেন তাঁর বিচার এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের এই অবরোধ।

আন্দোলনকারী শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, গতকাল সারারাত ঘুমাতে পারিনি। জাহাঙ্গীরনগরেসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের ওপরে হামলা করা হয়েছে। আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা কেন? এই হামলা করে তারা কি আমাদের দাবিয়ে রাখতে চায় ? আমরা পরিষ্কার করে বলে দিতে চাই তাদের এই হীন ষড়যন্ত্র ব্যর্থ হবে। হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। রাজপথে আমরা লড়ে যাব দাবি আদায় না হওয়া পর্যন্ত।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবু সাইদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

Facebook Comments Box