ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজার ছাড়িয়েছে
- আপডেট সময় : ১১:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ২৫ বার পঠিত
ঢাকা : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে টানা তিনদিন হাজারের বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। এর ধারাবাহিকতায় সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে তিন জনের।
মঙ্গলবার (০১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৪ জন।
এর আগের দিন সোমবার ভর্তি হয়েছিল এক হাজার ১৫২ জন, রবিবার ভর্তি হয়েছিল এক হাজার ২২১ জন। সেদিনই প্রথম চলতি বছরে একদিনে হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ১৪৪ জনকে নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা ছাড়াল ৩২ হাজার। অধিদপ্তর জানাচ্ছে, মোট রোগী সংখ্যা ৩২ হাজার ৮২ জন। আর ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া তিনজনকে নিয়ে চলতি বছরে মোট মৃত্যু হলো ১৬৬ জনের।
যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
কেবল সেপ্টেম্বরই হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ২৪১ জন আর এ মাসে মৃত্যু হলো ৮৩ জনের। চলতি বছরে এত রোগী আর এত মৃত্যু আগের কোনও মাসে হয়নি।