ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ডিসি নিয়োগে ঘুস নেয়ার খবরকে ‘ফেইক নিউজ’ বলছেন জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৭ বার পঠিত

ডিসি নিয়োগে আর্থিক লেনদেনে নিজের সম্পৃক্ততা নিয়ে একটি দৈনিক পত্রিকায় ছাপা হওয়া খবরকে ‘ফেইক নিউজ’ বা ভুয়া খবর বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।

‘আমার 5C হলেই চলবে, স্যার 10C রাখব’- এটি ছিল দৈনিক কালবেলা পত্রিকার বৃহস্পতিবারের প্রধান শিরোনাম।

আর, ‘ডিসি নিয়োগ নিয়ে ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস’ শিরোনামে মূল প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনে জড়িত।

মোখলেস উর রহমান ও আলী আযমের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশটও তুলে ধরা হয়।

তবে সচিবালয়ে সাংবাদিকদের মোখলেস উর রহমানের দাবি, “আমার মোবাইল ফোনটি স্যামসাংয়ের, পত্রিকায় যেটা দেখানো হয়েছে সেটা হলো আইফোনের স্ক্রিনশট।”

তিনি বলেন, “ইটস অ্যা ফেইক নিউজ”।

তার কাছে এই অভিযোগের কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা এই সিনিয়র সচিব। ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
ট্যাগস :

ডিসি নিয়োগে ঘুস নেয়ার খবরকে ‘ফেইক নিউজ’ বলছেন জনপ্রশাসন সচিব

আপডেট সময় : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

ডিসি নিয়োগে আর্থিক লেনদেনে নিজের সম্পৃক্ততা নিয়ে একটি দৈনিক পত্রিকায় ছাপা হওয়া খবরকে ‘ফেইক নিউজ’ বা ভুয়া খবর বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।

‘আমার 5C হলেই চলবে, স্যার 10C রাখব’- এটি ছিল দৈনিক কালবেলা পত্রিকার বৃহস্পতিবারের প্রধান শিরোনাম।

আর, ‘ডিসি নিয়োগ নিয়ে ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস’ শিরোনামে মূল প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনে জড়িত।

মোখলেস উর রহমান ও আলী আযমের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশটও তুলে ধরা হয়।

তবে সচিবালয়ে সাংবাদিকদের মোখলেস উর রহমানের দাবি, “আমার মোবাইল ফোনটি স্যামসাংয়ের, পত্রিকায় যেটা দেখানো হয়েছে সেটা হলো আইফোনের স্ক্রিনশট।”

তিনি বলেন, “ইটস অ্যা ফেইক নিউজ”।

তার কাছে এই অভিযোগের কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা এই সিনিয়র সচিব। ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box