ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ- বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি হবে শনিবার

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১২ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোড় সাড়ে ৬টায় আসরের ১৫তম ম্যাচে যুক্তরাষ্ট্রের ডালাসের গ্রান্ড প্যারিস স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।

এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ দলের। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। শুধু তাই নয়, বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে মানসিকভাবে চাপে রয়েছে সাকিব-শান্তরা।

অন্যদিকে শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানেই অলআউট হয়। সেই ম্যাচে টার্গেট তাড়ায় ২২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে প্রোটিয়ারা।

কাজেই আগামীকালের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায়। অন্যদিকে পরাজয়ে বিশ্বকাপ শুরু করা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জিং। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে লংকানরা হেরে গেলে আসরে টিকে থাকাই তাদের জন্য মুশকিল হয়ে যাবে।

দুই দলের পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে শ্রীলংকা। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলংকা।  বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই জিতেছে শ্রীলংকা।

বাংলাদেশ-শ্রীলংকা অতীতে ১৬ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয়। অতীতের সেই সাক্ষাতে শ্রীলংকা ১১ ম্যাচে জয় পায়। বাংলাদেশ জয় পায় মাত্র ৫টিতে।

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচটি বাংলাদেশের নাগরিক টিভি সম্প্রচার করবে। ভারতে স্টার স্পোর্টস খেলাটি দেখাবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা।

Facebook Comments Box
ট্যাগস :

টি-টোয়েন্টি বিশ্বকাপ- বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি হবে শনিবার

আপডেট সময় : ০৫:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোড় সাড়ে ৬টায় আসরের ১৫তম ম্যাচে যুক্তরাষ্ট্রের ডালাসের গ্রান্ড প্যারিস স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।

এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ দলের। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। শুধু তাই নয়, বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে মানসিকভাবে চাপে রয়েছে সাকিব-শান্তরা।

অন্যদিকে শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানেই অলআউট হয়। সেই ম্যাচে টার্গেট তাড়ায় ২২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে প্রোটিয়ারা।

কাজেই আগামীকালের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায়। অন্যদিকে পরাজয়ে বিশ্বকাপ শুরু করা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জিং। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে লংকানরা হেরে গেলে আসরে টিকে থাকাই তাদের জন্য মুশকিল হয়ে যাবে।

দুই দলের পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে শ্রীলংকা। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলংকা।  বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই জিতেছে শ্রীলংকা।

বাংলাদেশ-শ্রীলংকা অতীতে ১৬ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয়। অতীতের সেই সাক্ষাতে শ্রীলংকা ১১ ম্যাচে জয় পায়। বাংলাদেশ জয় পায় মাত্র ৫টিতে।

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচটি বাংলাদেশের নাগরিক টিভি সম্প্রচার করবে। ভারতে স্টার স্পোর্টস খেলাটি দেখাবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা।

Facebook Comments Box