ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৯৬ বার পঠিত

বিশালাকৃতির ক্রিকেট বলের সামনে দাঁড়িয়ে দুই তারকা ডোয়াইন ব্রাভো ও লিয়াম প্লাঙ্কেট ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে সূচনা করেন বিশ্বকাপ যাত্রার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১০০ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ও সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো। ছিলেন ইংল্যান্ডের হয়ে ২০১৯ সালের বিশ্বকাপ জয়ী লিয়াম প্লাঙ্কেট।

বিশালাকৃতির ক্রিকেট বলের সামনে দাঁড়িয়ে এই দুই তারকা ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে সূচনা করেন বিশ্বকাপ যাত্রার। এসময় তারা শিশুদের সঙ্গে ছবি তোলেন। আবদার মেটান অটোগ্রাফের। মেতে ওঠেন উৎসবে। অনুষ্ঠান আয়োজনে সব ধরনের সহায়তা দেয়ার পাশাপাশি বিনামূল্যে স্মারক জার্সি বিতরণ করে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।

টেক্সাসের ডালাসে প্রতিবেশি দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে পহেলা জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের খেলা হবে নিউইয়র্কে ৯ই জুন। তবে তার দু’দিন আগে ৭ই জুন ডালাসে শ্রীলংকার সঙ্গে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ শুরু করবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আরও একটি ম্যাচ খেলবে, ১০ জুন খেলাটি হবে নিউইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে।

২৯ জুন বার্বাডোসের ক্যানসিঙটন ওভালে হবে এবারের ফাইনাল খেলা। তাহলে এবার চ্যাম্পিয়ন হবে কোন দল?  প্রশ্নটি করা হয়েছিল ডোয়াইন ব্রাভোকে। খুব হেসে উত্তরে তিনি বলেন, আমার জানা নেই। কারণ আমি ঈশ্বর নই। তবে ওয়েস্ট আমার দেশ। আমরা দু’বার চ্যাম্পিয়ন হয়েছি। এবারও আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি।

তাহলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখেছেন? কেমন করবে বাংলাদেশ? এমন প্রশ্নে আরও স্বতঃস্ফূর্ত হয়ে উঠলেন তিনি। পরিষ্কার বাংলায় ডোয়াইন ব্রাভো গেয়ে উঠলেন, ‘ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি…”। এরপর বললেন, গুড উইশেশ ফর বাংলাদেশ। অর্থাৎ, টাইগারদের জন্য সৌভাগ্য কামনা করলেন তিনি।

লিয়াম প্লাঙ্কেট বলেন, যেভাবে এশিয়ার দেশগুলোয় আমেরিকার সুপার বোল জনপ্রিয় হয়ে উঠছে। তেমনি এদেশেও ক্রিকেট জনপ্রিয়তা পাবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি স্মরণীয় বিশ্বকাপের আয়োজন করবে বলেই আমার বিশ্বাস।

শিশুদের সঙ্গে ছবি তোলেন ডোয়াইন ব্রাভো ও লিয়াম প্লাঙ্কেট
বিভিন্ন দেশের সমর্থকদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিয়েছিলেন সেই উৎসবে। বিশেষ করে শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের খেলা নিয়ে প্রবাসীরা ভীষণ আশাবাদী। নিউইয়র্কে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের আসর দেখা যাবে। আর সবাই নিজ নিজ দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। তবে সব টিকেট বিক্রি হয়ে যাওয়ায় এ নিয়ে রীতিমতো হাহাকারও দেখা গেছে অনেকের মাঝে।

২০টি দেশের অংশগ্রহণে এবারে বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ দেখবে বিশ্ব। আর কানাডা, যুক্তরাষ্ট্র এবং উগান্ডা প্রথমবারের মতো খেলবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে।

Facebook Comments Box
ট্যাগস :

টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু

আপডেট সময় : ০৯:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১০০ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ও সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো। ছিলেন ইংল্যান্ডের হয়ে ২০১৯ সালের বিশ্বকাপ জয়ী লিয়াম প্লাঙ্কেট।

বিশালাকৃতির ক্রিকেট বলের সামনে দাঁড়িয়ে এই দুই তারকা ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে সূচনা করেন বিশ্বকাপ যাত্রার। এসময় তারা শিশুদের সঙ্গে ছবি তোলেন। আবদার মেটান অটোগ্রাফের। মেতে ওঠেন উৎসবে। অনুষ্ঠান আয়োজনে সব ধরনের সহায়তা দেয়ার পাশাপাশি বিনামূল্যে স্মারক জার্সি বিতরণ করে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।

টেক্সাসের ডালাসে প্রতিবেশি দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে পহেলা জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের খেলা হবে নিউইয়র্কে ৯ই জুন। তবে তার দু’দিন আগে ৭ই জুন ডালাসে শ্রীলংকার সঙ্গে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ শুরু করবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আরও একটি ম্যাচ খেলবে, ১০ জুন খেলাটি হবে নিউইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে।

২৯ জুন বার্বাডোসের ক্যানসিঙটন ওভালে হবে এবারের ফাইনাল খেলা। তাহলে এবার চ্যাম্পিয়ন হবে কোন দল?  প্রশ্নটি করা হয়েছিল ডোয়াইন ব্রাভোকে। খুব হেসে উত্তরে তিনি বলেন, আমার জানা নেই। কারণ আমি ঈশ্বর নই। তবে ওয়েস্ট আমার দেশ। আমরা দু’বার চ্যাম্পিয়ন হয়েছি। এবারও আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি।

তাহলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখেছেন? কেমন করবে বাংলাদেশ? এমন প্রশ্নে আরও স্বতঃস্ফূর্ত হয়ে উঠলেন তিনি। পরিষ্কার বাংলায় ডোয়াইন ব্রাভো গেয়ে উঠলেন, ‘ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি…”। এরপর বললেন, গুড উইশেশ ফর বাংলাদেশ। অর্থাৎ, টাইগারদের জন্য সৌভাগ্য কামনা করলেন তিনি।

লিয়াম প্লাঙ্কেট বলেন, যেভাবে এশিয়ার দেশগুলোয় আমেরিকার সুপার বোল জনপ্রিয় হয়ে উঠছে। তেমনি এদেশেও ক্রিকেট জনপ্রিয়তা পাবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি স্মরণীয় বিশ্বকাপের আয়োজন করবে বলেই আমার বিশ্বাস।

শিশুদের সঙ্গে ছবি তোলেন ডোয়াইন ব্রাভো ও লিয়াম প্লাঙ্কেট
বিভিন্ন দেশের সমর্থকদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিয়েছিলেন সেই উৎসবে। বিশেষ করে শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের খেলা নিয়ে প্রবাসীরা ভীষণ আশাবাদী। নিউইয়র্কে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের আসর দেখা যাবে। আর সবাই নিজ নিজ দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। তবে সব টিকেট বিক্রি হয়ে যাওয়ায় এ নিয়ে রীতিমতো হাহাকারও দেখা গেছে অনেকের মাঝে।

২০টি দেশের অংশগ্রহণে এবারে বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ দেখবে বিশ্ব। আর কানাডা, যুক্তরাষ্ট্র এবং উগান্ডা প্রথমবারের মতো খেলবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে।

Facebook Comments Box