ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রীর শ্লীলতাহানি: খুলনা কলেজিয়েট গার্লস স্কুলশিক্ষক বরখাস্ত

খুলনা ব্যুরো
  • আপডেট সময় : ১২:৩৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৭৩ বার পঠিত

শিক্ষক প্রদ্যুৎ ভট্টক

খুলনায় কেসিসি নিয়ন্ত্রণাধীন কলেজিয়েট গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের নির্দেশে বুধবার (৬ মার্চ) ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক। পরে ওই শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া ওই শিক্ষককে শোকজ করা হয়।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান জানান, বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে সাময়িক বারখাস্ত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মূল ঘটনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

 

Facebook Comments Box
ট্যাগস :

ছাত্রীর শ্লীলতাহানি: খুলনা কলেজিয়েট গার্লস স্কুলশিক্ষক বরখাস্ত

আপডেট সময় : ১২:৩৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

খুলনায় কেসিসি নিয়ন্ত্রণাধীন কলেজিয়েট গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের নির্দেশে বুধবার (৬ মার্চ) ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক। পরে ওই শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া ওই শিক্ষককে শোকজ করা হয়।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান জানান, বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে সাময়িক বারখাস্ত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মূল ঘটনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

 

Facebook Comments Box