ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোলায় সাংবাদিক ইউনুছ শরীফের উপর হামলা, বিভিন্ন মহলের নিন্দা Logo পাসপোর্ট আনতে গিয়ে সোনারগাঁয়ের দুই যুবক নিহত Logo সৈয়দপুরে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo আইফেল টাওয়ারে অগ্নিকাণ্ড! ১২০০০ পর্যটককে নিরাপদ স্থানে সরান হল Logo সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে: প্রেস সচিব Logo উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ২ Logo বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ প্রণয় ভার্মার Logo আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে, ফোনলাপে জ্যাক সুলিভান Logo গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া মানা: মির্জা ফখরুল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণের সূচি প্রকাশ

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১০ বার পঠিত

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কেটে গেছে। ভারতের চাওয়া অনুযায়ী, হাইব্রিড মডেলে সম্মত হয়েছে পাকিস্তান। যার অর্থ, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না। তারা নিজেদের সব ম্যাচ খেলবে ভিন্ন ভেন্যুতে।

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে কি হবে না তা নিয়ে ভারত এবং পাকিস্তানের দরকষাকষির কারণে এখনো টুর্নামেন্টের চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তবে জটিলতা কেটে যাওয়ায় শিগগিরই সূচির বিষয়ে ঘোষণা আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর আগে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের সূচি প্রকাশ করেছে।

তাদের বরাতে জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ।

তবে ম্যাচটি কোন ভেন্যুতে হবে সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেছে নিয়েছে বলে জানিয়েছেন বোর্ডের মুখপাত্র আমির মীর।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। আর বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত।

Facebook Comments Box
ট্যাগস :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণের সূচি প্রকাশ

আপডেট সময় : ০৮:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কেটে গেছে। ভারতের চাওয়া অনুযায়ী, হাইব্রিড মডেলে সম্মত হয়েছে পাকিস্তান। যার অর্থ, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না। তারা নিজেদের সব ম্যাচ খেলবে ভিন্ন ভেন্যুতে।

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে কি হবে না তা নিয়ে ভারত এবং পাকিস্তানের দরকষাকষির কারণে এখনো টুর্নামেন্টের চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তবে জটিলতা কেটে যাওয়ায় শিগগিরই সূচির বিষয়ে ঘোষণা আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর আগে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের সূচি প্রকাশ করেছে।

তাদের বরাতে জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ।

তবে ম্যাচটি কোন ভেন্যুতে হবে সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেছে নিয়েছে বলে জানিয়েছেন বোর্ডের মুখপাত্র আমির মীর।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। আর বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত।

Facebook Comments Box