ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চার কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-২

চুয়াডাঙ্গা প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১২ বার পঠিত

চুয়াডাঙ্গা ডিবি পুলিশ প্রায় চার কোটি টাকার স্বর্ণের বারসহ দুজনকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় একটি মোটরসাইকেল রোধ করে স্বর্ণের বার উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের মৃত রহেল মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম ও একই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ইসরাফিল হোসেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান জানান, চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি টিম দর্শনা হঠাৎপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। বেলা পৌনে ২টার দিকে দর্শনার কাঁচামালের আড়ত এলাকা হতে মোটরসাইকেলে থাকা দুজনকে গ্রেফতার করা হয়। আটক রেজাউলের দেহ তল্লাশি করে চার কেজি ২৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লাল রঙের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে দর্শনা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা নিয়ে যাচ্ছিল বলে পুলিশ সুপার জানান।

Facebook Comments Box
ট্যাগস :

চুয়াডাঙ্গায় চার কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-২

আপডেট সময় : ১১:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গা ডিবি পুলিশ প্রায় চার কোটি টাকার স্বর্ণের বারসহ দুজনকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় একটি মোটরসাইকেল রোধ করে স্বর্ণের বার উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের মৃত রহেল মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম ও একই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ইসরাফিল হোসেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান জানান, চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি টিম দর্শনা হঠাৎপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। বেলা পৌনে ২টার দিকে দর্শনার কাঁচামালের আড়ত এলাকা হতে মোটরসাইকেলে থাকা দুজনকে গ্রেফতার করা হয়। আটক রেজাউলের দেহ তল্লাশি করে চার কেজি ২৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লাল রঙের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে দর্শনা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা নিয়ে যাচ্ছিল বলে পুলিশ সুপার জানান।

Facebook Comments Box