ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) যাত্রা শুরু Logo দাম নিয়ন্ত্রণে ট্রেনে সবজি পরিবহন Logo আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি কর্নেল অলির Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা?

চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৪৯ বার পঠিত

ফাইল ছবি

পরিবহণ খাতে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সড়ক পরিবহণ কার্যালয়ে ঈদ প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লা নুরীর সঞ্চালনায় সমন্বয় সভায় অংশ নেন-পুলিশ প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিবহণ নেতাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোথায় দুর্নীতি হচ্ছে না? আমেরিকাতেও হচ্ছে। চাঁদাবাজি এমন জায়গায় দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রীকেও এ নিয়ে বলতে হচ্ছে। চাঁদাবাজির প্রভাব দ্রব্যমূল্যে পড়ে।

তিনি বলেন, ঈদে কিছুটা যানজট হবে। একদম যানজটমুক্ত দাবি করা সমীচীন নয়। হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। হাইওয়ে পুলিশ ও বিআরটিএ-এর সক্ষমতা বাড়াতে না পারলে কোনো ভালো সিদ্ধান্ত কার্যকর হবে না। উত্তরবঙ্গের প্রবেশপথ এবং গাজীপুর ঠিক থাকলে ঈদযাত্রার সব ঠিক থাকবে। হানিফ ফ্লাইওভার থেকে ঢাকায় নির্বিঘ্ন প্রবেশের ব্যবস্থা করতে হবে।

তিনি জানান, মহাসড়কে তিন চাকার যান, মোটরসাইকেল ও বেপরোয়াভাবে গাড়ি চালানো-সব মিলিয়ে দুর্ঘটনা হয়। সড়কে সবচেয়ে বড় উপদ ব তিন চাকার গাড়ি ও মোটরসাইকেল। ২২ জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধ করতে হবে হাইওয়ে পুলিশকে। অনেক জনপ্রতিনিধি অনেক দরদি। তারা জীবিকার কথা বলে বাধা দেন। তিন চাকার যানবাহন বন্ধের ক্ষেত্রে প্রশ্ন হলো-জীবিকা আগে, না জীবন আগে? এ বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, আপনারা বলছেন ঈদে লক্কড়ঝক্কড় বাস ঢাকায় আসে। কিন্তু এমন বাস এ শহরেই আছে। ঈদের আগে এসব বাসে রং লাগায়, যা ১০ দিনও থাকে না। বাসগুলো দেখলে লজ্জা লাগে। আপনাদের কি লজ্জা করে না? দেশ এত এগিয়ে গেল আর ঢাকার গাড়ির গরিব গরিব চেহারা।

ঢাকার যানজট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ফেনী থেকে হানিফ ফ্লাইওভারে আসতে যত সময় লাগে, তার চেয়ে বেশি লাগে ফ্লাইওভার থেকে ঢাকায় ঢুকতে। এখন মাঝে মাঝে এমন অবস্থা হয়, দুই ঘণ্টা লাগে। সেতুমন্ত্রী ঈদযাত্রায় যাত্রাবাড়ীর যানজট, উত্তরবঙ্গের মহাসড়কের কাজ, গাজীপুরে বিভিন্ন মহাসড়ক, বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাশের যানজট, এলেঙ্গার যানজট নিরসনের বিশেষ দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে ঈদযাত্রায় সড়কে বেশি গাড়ি নামার ফলে কিছুটা যানজট হবে। পুরোপুরি যানজট নিয়ন্ত্রণে রাখা যাবে না। তবে খুব খারাপ অবস্থা যেন না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, হানিফ ফ্লাইওভারে প্রচণ্ড যানজট হয় টোলপ্লাজার কারণে। ঈদের আগে ও পরে কিছুদিন এখানে টোল বন্ধ রাখা উচিত। প্রয়োজনে এর ভর্তুকি সরকার দেবে। চাঁদাবাজি নিয়ে নানা কথা হচ্ছে। চাঁদা বৈধ। কিন্তু চাঁদাবাজি অবৈধ অর্থাৎ আইনে বেঁধে দেওয়া চাঁদার চেয়ে বেশি আদায় করা অবৈধ। চাঁদাবাজি বন্ধে মালিক ও শ্রমিকরা আন্তরিক। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন, বিআরটিএ চেয়ারম্যান নুরু মোহাম্মদ মজুমদার প্রমুখ।

Facebook Comments Box
ট্যাগস :

চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

পরিবহণ খাতে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সড়ক পরিবহণ কার্যালয়ে ঈদ প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লা নুরীর সঞ্চালনায় সমন্বয় সভায় অংশ নেন-পুলিশ প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিবহণ নেতাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোথায় দুর্নীতি হচ্ছে না? আমেরিকাতেও হচ্ছে। চাঁদাবাজি এমন জায়গায় দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রীকেও এ নিয়ে বলতে হচ্ছে। চাঁদাবাজির প্রভাব দ্রব্যমূল্যে পড়ে।

তিনি বলেন, ঈদে কিছুটা যানজট হবে। একদম যানজটমুক্ত দাবি করা সমীচীন নয়। হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। হাইওয়ে পুলিশ ও বিআরটিএ-এর সক্ষমতা বাড়াতে না পারলে কোনো ভালো সিদ্ধান্ত কার্যকর হবে না। উত্তরবঙ্গের প্রবেশপথ এবং গাজীপুর ঠিক থাকলে ঈদযাত্রার সব ঠিক থাকবে। হানিফ ফ্লাইওভার থেকে ঢাকায় নির্বিঘ্ন প্রবেশের ব্যবস্থা করতে হবে।

তিনি জানান, মহাসড়কে তিন চাকার যান, মোটরসাইকেল ও বেপরোয়াভাবে গাড়ি চালানো-সব মিলিয়ে দুর্ঘটনা হয়। সড়কে সবচেয়ে বড় উপদ ব তিন চাকার গাড়ি ও মোটরসাইকেল। ২২ জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধ করতে হবে হাইওয়ে পুলিশকে। অনেক জনপ্রতিনিধি অনেক দরদি। তারা জীবিকার কথা বলে বাধা দেন। তিন চাকার যানবাহন বন্ধের ক্ষেত্রে প্রশ্ন হলো-জীবিকা আগে, না জীবন আগে? এ বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, আপনারা বলছেন ঈদে লক্কড়ঝক্কড় বাস ঢাকায় আসে। কিন্তু এমন বাস এ শহরেই আছে। ঈদের আগে এসব বাসে রং লাগায়, যা ১০ দিনও থাকে না। বাসগুলো দেখলে লজ্জা লাগে। আপনাদের কি লজ্জা করে না? দেশ এত এগিয়ে গেল আর ঢাকার গাড়ির গরিব গরিব চেহারা।

ঢাকার যানজট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ফেনী থেকে হানিফ ফ্লাইওভারে আসতে যত সময় লাগে, তার চেয়ে বেশি লাগে ফ্লাইওভার থেকে ঢাকায় ঢুকতে। এখন মাঝে মাঝে এমন অবস্থা হয়, দুই ঘণ্টা লাগে। সেতুমন্ত্রী ঈদযাত্রায় যাত্রাবাড়ীর যানজট, উত্তরবঙ্গের মহাসড়কের কাজ, গাজীপুরে বিভিন্ন মহাসড়ক, বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাশের যানজট, এলেঙ্গার যানজট নিরসনের বিশেষ দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে ঈদযাত্রায় সড়কে বেশি গাড়ি নামার ফলে কিছুটা যানজট হবে। পুরোপুরি যানজট নিয়ন্ত্রণে রাখা যাবে না। তবে খুব খারাপ অবস্থা যেন না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, হানিফ ফ্লাইওভারে প্রচণ্ড যানজট হয় টোলপ্লাজার কারণে। ঈদের আগে ও পরে কিছুদিন এখানে টোল বন্ধ রাখা উচিত। প্রয়োজনে এর ভর্তুকি সরকার দেবে। চাঁদাবাজি নিয়ে নানা কথা হচ্ছে। চাঁদা বৈধ। কিন্তু চাঁদাবাজি অবৈধ অর্থাৎ আইনে বেঁধে দেওয়া চাঁদার চেয়ে বেশি আদায় করা অবৈধ। চাঁদাবাজি বন্ধে মালিক ও শ্রমিকরা আন্তরিক। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন, বিআরটিএ চেয়ারম্যান নুরু মোহাম্মদ মজুমদার প্রমুখ।

Facebook Comments Box