ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চবি ছাত্রলীগের দু’গ্রুপের আবারও সংঘর্ষ, এ পর্যন্ত আহত কমপক্ষে ১৫

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ১১:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৫৫ বার পঠিত

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার পর শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মীরা আরেক বগিভিত্তিক সংগঠন সিএফসির এক কর্মীকে মারধর করে। এ ঘটনার জের ধরে শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের এই দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় ছাত্রলীগের পক্ষ দুটি শাহজালাল ও শাহ আমানত হলের সামনে অবস্থান করছে।

এর আগে, দুপুরেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও আলাওল হলের সামনে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের নেতা কর্মীরা। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দিনভর থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে।

 

Facebook Comments Box
ট্যাগস :

চবি ছাত্রলীগের দু’গ্রুপের আবারও সংঘর্ষ, এ পর্যন্ত আহত কমপক্ষে ১৫

আপডেট সময় : ১১:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার পর শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মীরা আরেক বগিভিত্তিক সংগঠন সিএফসির এক কর্মীকে মারধর করে। এ ঘটনার জের ধরে শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের এই দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় ছাত্রলীগের পক্ষ দুটি শাহজালাল ও শাহ আমানত হলের সামনে অবস্থান করছে।

এর আগে, দুপুরেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও আলাওল হলের সামনে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের নেতা কর্মীরা। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দিনভর থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে।

 

Facebook Comments Box