ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে চিনি কলে আগুন : নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ০২:২২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩১ বার পঠিত

চট্টগ্রামের কর্ণফুলী থানায় দেশের অন্যতম ব্যবসায়ী শিল্পগোষ্ঠী এস আলমের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে লাগা আগুন চার ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌ বাহিনীর অগ্নিনির্বাপক দলও।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন জ্বলছিলো। এর আগে বিকাল ৩টা ৫৫ মিনিটে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবস্থিত চিনিকলে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মী ও চিনিকলের কর্মকর্তারা জানিয়েছেন, চিনিকলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা অপরিশোধিত ও পরিশোধিত চিনি রাখা ছিলো। আগুনের তীব্রতা বাড়ায় পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। তবে পাশের পাঁচটি গোডাউনে এখনও আগুন ছড়ায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০ ইউনিট। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন যাতে গুদামের বাইরে ছড়িয়ে না পড়ে সে চেষ্টা করছেন তারা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ায় এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।

গত শুক্রবার (১ মার্চ) বাকলিয়া থানার পাশে এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগার ‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’-এ আগুন লেগেছিলো। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০ ইউনিট সেদিন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box
ট্যাগস :

চট্টগ্রামে চিনি কলে আগুন : নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০২:২২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

চট্টগ্রামের কর্ণফুলী থানায় দেশের অন্যতম ব্যবসায়ী শিল্পগোষ্ঠী এস আলমের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে লাগা আগুন চার ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌ বাহিনীর অগ্নিনির্বাপক দলও।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন জ্বলছিলো। এর আগে বিকাল ৩টা ৫৫ মিনিটে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবস্থিত চিনিকলে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মী ও চিনিকলের কর্মকর্তারা জানিয়েছেন, চিনিকলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা অপরিশোধিত ও পরিশোধিত চিনি রাখা ছিলো। আগুনের তীব্রতা বাড়ায় পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। তবে পাশের পাঁচটি গোডাউনে এখনও আগুন ছড়ায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০ ইউনিট। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন যাতে গুদামের বাইরে ছড়িয়ে না পড়ে সে চেষ্টা করছেন তারা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ায় এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।

গত শুক্রবার (১ মার্চ) বাকলিয়া থানার পাশে এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগার ‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’-এ আগুন লেগেছিলো। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০ ইউনিট সেদিন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box