ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১০ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে সন্ত্রাসী সাইমুনের গুলিতে জসিম উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে আমিশাপাড়া ৩নং ওয়ার্ড সাতঘড়িয়া গ্রামের সরদার বাড়িতে ঘরে ঢুকে জসিমের বুকে গুলি করে সাইমুন।

নিহত জসিম উদ্দিন (৩২) কুমিল্লা জেলার মনু মিয়ার ছেলে। তিনি সাতঘড়িয়া গ্রামে তার নানার বাড়িতে থাকতেন।

সন্ত্রাসী সাইমুন (২০) আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের পাইকবাড়ির লোকমান হোসেনের ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে এলাকায় একটি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনার জন্য একটি পক্ষ জসিমকে দায়ী করে। এ নিয়ে রোববার বিকালে জসিমের সঙ্গে সাইমুনের বাগবিতণ্ডা হয়।

এদিকে সোমবার দুপুরে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে যান জসিম। এ সময় একটি মোটরসাইকেলযোগে সাইমুনসহ ৩ জন সন্ত্রাসী তাদের বসত ঘরে প্রবেশ করে জসিমকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, আমার স্বামীকে সন্ত্রাসী সাইমুন ঘরে ঢুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। আমি গুলির শব্দ শুনে এসে দেখি সে ফ্লোরে শুয়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে- মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনায় স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি আরও জানান, নিহত জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় চুরির ঘটনায় একটি মামলা রয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:৩৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে সন্ত্রাসী সাইমুনের গুলিতে জসিম উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে আমিশাপাড়া ৩নং ওয়ার্ড সাতঘড়িয়া গ্রামের সরদার বাড়িতে ঘরে ঢুকে জসিমের বুকে গুলি করে সাইমুন।

নিহত জসিম উদ্দিন (৩২) কুমিল্লা জেলার মনু মিয়ার ছেলে। তিনি সাতঘড়িয়া গ্রামে তার নানার বাড়িতে থাকতেন।

সন্ত্রাসী সাইমুন (২০) আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের পাইকবাড়ির লোকমান হোসেনের ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে এলাকায় একটি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনার জন্য একটি পক্ষ জসিমকে দায়ী করে। এ নিয়ে রোববার বিকালে জসিমের সঙ্গে সাইমুনের বাগবিতণ্ডা হয়।

এদিকে সোমবার দুপুরে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে যান জসিম। এ সময় একটি মোটরসাইকেলযোগে সাইমুনসহ ৩ জন সন্ত্রাসী তাদের বসত ঘরে প্রবেশ করে জসিমকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, আমার স্বামীকে সন্ত্রাসী সাইমুন ঘরে ঢুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। আমি গুলির শব্দ শুনে এসে দেখি সে ফ্লোরে শুয়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে- মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনায় স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি আরও জানান, নিহত জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় চুরির ঘটনায় একটি মামলা রয়েছে।

Facebook Comments Box