ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা, ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
- আপডেট সময় : ০৭:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৫ বার পঠিত
ঘন কুয়াশায় সোমবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচ জন।
সোমবার ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বিবিসিকে জানান, প্রথমে ঘন কুয়াশায় প্রাইভেটকারটি ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। এ সময় পেছনে থাকা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা দেয়।
এতে প্রাইভেটকারে থাকা একজন নারী নিহত এবং চালকসহ আরও পাঁচজন আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে, রোববার রাত সাড়ে ১২টা থেকে ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কাটতে থাকলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে রোববার রাত থেকে নৌরুট দুটিতে ফেরি চলাচলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে মাঝ নদীতে ছোট-বড় পাঁচটি ফেরি আটকা পড়েছিল বলে কর্তৃপক্ষ জানায়।