ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদিতে ফ্যাশন শো নিয়ে ইসলামী পণ্ডিতদের ক্ষোভের যত কারণ Logo প্রতারণার অভিযোগে গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার আদালতে মামলা Logo ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হলো Logo ভাঙ্গুড়া প্রেস ক্লাবের অবৈধ কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান Logo মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সম্পাদক মহিম গ্রেপ্তার Logo পাবনার আমিনপুরে ইজিবাইক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২ Logo সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া Logo সরকারি এডওয়ার্ড কলেজ সিওয়াইবির কমিটি গঠন Logo সৈয়দপুর বাসটার্মিনালে বেহাল অবস্থা, যাত্রীসাধারনের দুর্ভোগ Logo ‘ফ্যাসিবাদী বয়ান’ দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রেস সচিব

গাজায় স্কুলে হামলা, শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ২২

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ
  • আপডেট সময় : ০৪:৫৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৪ বার পঠিত

গাজার দক্ষিণাঞ্চলে একটি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

হামাসের পরিচালিত সরকারী মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন শিশু এবং ৬ জন নারী ছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওই ভবনটিতে হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। ইসরাইলের দাবি, হামাস বেসামরিক স্থাপনাগুলোকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে।

ঘটনাস্থলে রয়টার্সের ফুটেজে দেখা যায়, স্কুলের দেয়াল বিধ্বস্ত, আসবাবপত্র পুড়ে গেছে এবং ছাদে গর্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী সাঈদ আল-মালাহি জানান, মহিলারা এবং তাদের শিশুরা স্কুলের মাঠে বসে ছিল। এসময় হঠাৎ করে দুটি রকেট তাদের আঘাত করে।

এছাড়া রাফাহ শহরে একটি হামলায় চারজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Facebook Comments Box
ট্যাগস :

গাজায় স্কুলে হামলা, শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ২২

আপডেট সময় : ০৪:৫৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

গাজার দক্ষিণাঞ্চলে একটি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

হামাসের পরিচালিত সরকারী মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন শিশু এবং ৬ জন নারী ছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওই ভবনটিতে হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। ইসরাইলের দাবি, হামাস বেসামরিক স্থাপনাগুলোকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে।

ঘটনাস্থলে রয়টার্সের ফুটেজে দেখা যায়, স্কুলের দেয়াল বিধ্বস্ত, আসবাবপত্র পুড়ে গেছে এবং ছাদে গর্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী সাঈদ আল-মালাহি জানান, মহিলারা এবং তাদের শিশুরা স্কুলের মাঠে বসে ছিল। এসময় হঠাৎ করে দুটি রকেট তাদের আঘাত করে।

এছাড়া রাফাহ শহরে একটি হামলায় চারজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Facebook Comments Box