ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) যাত্রা শুরু Logo দাম নিয়ন্ত্রণে ট্রেনে সবজি পরিবহন Logo আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি কর্নেল অলির Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা?

গাজায় মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ২৭ বার পঠিত

গাজাবাসীর জন্য মানবিক সহায়তার চালান সোমবার বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের কাছে হস্তান্তর করা হয়

গাজায় মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ।গাজা উপত্যকার যুদ্ধ বিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তা চালানের প্রথম কিস্তি সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সহায়তার ব্যবস্থা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। হস্তান্তর অনুষ্ঠানে ফিলিস্তিন রাষ্ট্রদূতের কাছে ত্রাণসামগ্রীর একটি প্রতিনিধিত্বমূলক বাক্স হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মানবিক সহায়তায় শুকনো খাবারের মধ্যে রয়েছে শুকনো কেক, বিস্কুট, জরুরি চিকিৎসা সামগ্রী, নারী ও শিশুদের জন্য স্যানিটারি পণ্য। চালানের প্রথম কিস্তিতে ৫৮৭ কেজি ত্রাণ সামগ্রী রয়েছে, যা ইজিপ্ট এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটের মাধ্যমে মিসরের কায়রোতে পাঠানো হচ্ছে।

কায়রোতে বাংলাদেশ দূতাবাস মিসরীয় ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা প্রদানের বর্তমান ব্যবস্থার অধীনে সমন্বয় করছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে সংকটের এই মুহূর্তে ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন।

রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় এ মানবিক সহায়তা প্রেরণে সহযোগিতার জন্য ঢাকায় মিসরীয় দূতাবাস ও ইজিপ্ট এয়ারওয়েজকে ধন্যবাদ জানান ড. মোমেন।

রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান ফিলিস্তিনের জন্য দৃঢ় ও অবিচল সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন এবং তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গাজার মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৪ অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

গাজায় মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ১২:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

গাজায় মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ।গাজা উপত্যকার যুদ্ধ বিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তা চালানের প্রথম কিস্তি সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সহায়তার ব্যবস্থা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। হস্তান্তর অনুষ্ঠানে ফিলিস্তিন রাষ্ট্রদূতের কাছে ত্রাণসামগ্রীর একটি প্রতিনিধিত্বমূলক বাক্স হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মানবিক সহায়তায় শুকনো খাবারের মধ্যে রয়েছে শুকনো কেক, বিস্কুট, জরুরি চিকিৎসা সামগ্রী, নারী ও শিশুদের জন্য স্যানিটারি পণ্য। চালানের প্রথম কিস্তিতে ৫৮৭ কেজি ত্রাণ সামগ্রী রয়েছে, যা ইজিপ্ট এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটের মাধ্যমে মিসরের কায়রোতে পাঠানো হচ্ছে।

কায়রোতে বাংলাদেশ দূতাবাস মিসরীয় ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা প্রদানের বর্তমান ব্যবস্থার অধীনে সমন্বয় করছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে সংকটের এই মুহূর্তে ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন।

রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় এ মানবিক সহায়তা প্রেরণে সহযোগিতার জন্য ঢাকায় মিসরীয় দূতাবাস ও ইজিপ্ট এয়ারওয়েজকে ধন্যবাদ জানান ড. মোমেন।

রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান ফিলিস্তিনের জন্য দৃঢ় ও অবিচল সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন এবং তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গাজার মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৪ অক্টোবর ২০২৩

Facebook Comments Box