ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে নৌকার নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

মেহেরপুর প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৯৮ বার পঠিত

হামলার প্রতিবাদ জানিয়েছেন নৌকার কর্মী-সমর্থকরা

মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতের এ ঘটনায় ক্যাম্পের পোস্টার ও প্রতীক ছিঁড়ে ফেলা হয়েছে হলে অভিযোগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
সোমবার রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকরা।
ধানখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, তার বাড়ির পাশে নৌকার একটি প্রচারণা ক্যাম্পে সোমবার রাতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকরা। বাঁশ ও কাগজ দিয়ে তৈরি একটি বড় নৌকা ভেঙে দেয় হামলাকারীরা। নৌকার পক্ষে না থাকার জন্য হাকিমকে হুমকি দিয়ে চলে যায় তারা।

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল গিয়ে হামলার প্রতিবাদ জানিয়েছেন নৌকার কর্মী-সমর্থকরা। এ সময় সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, সবাইকে আইন মানতে হবে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধিমালা মানতে হবে।

এ প্রসঙ্গে ওসি তাজুল ইসলাম আরও বলেন, উভয়পক্ষের লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে। হামলার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

ঘটনাস্থলে উপস্থিত সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন বলেন, আমরা নৌকার পক্ষে কাজ করলেও কোথাও অতিরঞ্জিত ও উত্তেজনাকর কথা না বলার জন্য সবাইকে অনুরোধ করেছি। আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক সাজার দাবি করছি।

Facebook Comments Box
ট্যাগস :

গাংনীতে নৌকার নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতের এ ঘটনায় ক্যাম্পের পোস্টার ও প্রতীক ছিঁড়ে ফেলা হয়েছে হলে অভিযোগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
সোমবার রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকরা।
ধানখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, তার বাড়ির পাশে নৌকার একটি প্রচারণা ক্যাম্পে সোমবার রাতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকরা। বাঁশ ও কাগজ দিয়ে তৈরি একটি বড় নৌকা ভেঙে দেয় হামলাকারীরা। নৌকার পক্ষে না থাকার জন্য হাকিমকে হুমকি দিয়ে চলে যায় তারা।

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল গিয়ে হামলার প্রতিবাদ জানিয়েছেন নৌকার কর্মী-সমর্থকরা। এ সময় সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, সবাইকে আইন মানতে হবে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধিমালা মানতে হবে।

এ প্রসঙ্গে ওসি তাজুল ইসলাম আরও বলেন, উভয়পক্ষের লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে। হামলার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

ঘটনাস্থলে উপস্থিত সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন বলেন, আমরা নৌকার পক্ষে কাজ করলেও কোথাও অতিরঞ্জিত ও উত্তেজনাকর কথা না বলার জন্য সবাইকে অনুরোধ করেছি। আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক সাজার দাবি করছি।

Facebook Comments Box