ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসা ‘বাসাতেই’

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৪৬ বার পঠিত

অস্থায়ীভাবে আপাতত সুস্থবোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

তিনি বলেন, এই দফায় মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কিছু পরিবর্তন এনেছে। বোর্ডের পরামর্শে বাসায় থেকে আবারও খালেদা জিয়ার চিকিৎসা চলবে। তিনি দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন। ক্রনিক লিভার ডিজিজের অবস্থা খারাপ। অস্থায়ীভাবে আপাতত সুস্থ বোধ করায় তাকে বাসায় আনা হয়েছে। যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরে নেয়া প্রয়োজন।

এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, গত ৮ ফেব্রুয়ারি শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে বসায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু গতকাল তাকে একদিন হাসপাতালে থাকতে হয়েছে। যেকোনো সময় তার হার্টের সমস্যা বেড়ে যেতে পারে। মেডিকেল বোর্ড আবারও তাকে বাইরে নেয়ার জন্য পরামর্শ দিয়েছে।

এর আগে ৮ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ারে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড তাকে বাসায় ফেরার পরামর্শ দেন। তার হার্টে একটি রিং পরানো হয়েছে। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার হয়েছে গত বছরের ২৭ অক্টোবর। এ ছাড়া আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ নানা অসুখে ভুগছেন তিনি।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন বিএনপির চেয়ারপারসন।

পরে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

Facebook Comments Box
ট্যাগস :

খালেদা জিয়ার চিকিৎসা ‘বাসাতেই’

আপডেট সময় : ১১:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

অস্থায়ীভাবে আপাতত সুস্থবোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

তিনি বলেন, এই দফায় মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কিছু পরিবর্তন এনেছে। বোর্ডের পরামর্শে বাসায় থেকে আবারও খালেদা জিয়ার চিকিৎসা চলবে। তিনি দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন। ক্রনিক লিভার ডিজিজের অবস্থা খারাপ। অস্থায়ীভাবে আপাতত সুস্থ বোধ করায় তাকে বাসায় আনা হয়েছে। যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরে নেয়া প্রয়োজন।

এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, গত ৮ ফেব্রুয়ারি শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে বসায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু গতকাল তাকে একদিন হাসপাতালে থাকতে হয়েছে। যেকোনো সময় তার হার্টের সমস্যা বেড়ে যেতে পারে। মেডিকেল বোর্ড আবারও তাকে বাইরে নেয়ার জন্য পরামর্শ দিয়েছে।

এর আগে ৮ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ারে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড তাকে বাসায় ফেরার পরামর্শ দেন। তার হার্টে একটি রিং পরানো হয়েছে। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার হয়েছে গত বছরের ২৭ অক্টোবর। এ ছাড়া আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ নানা অসুখে ভুগছেন তিনি।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন বিএনপির চেয়ারপারসন।

পরে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

Facebook Comments Box