ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোলায় সাংবাদিক ইউনুছ শরীফের উপর হামলা, বিভিন্ন মহলের নিন্দা Logo পাসপোর্ট আনতে গিয়ে সোনারগাঁয়ের দুই যুবক নিহত Logo সৈয়দপুরে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo আইফেল টাওয়ারে অগ্নিকাণ্ড! ১২০০০ পর্যটককে নিরাপদ স্থানে সরান হল Logo সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে: প্রেস সচিব Logo উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ২ Logo বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ প্রণয় ভার্মার Logo আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে, ফোনলাপে জ্যাক সুলিভান Logo গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া মানা: মির্জা ফখরুল

খাগড়াছড়িতে বাইক থামিয়ে আরোহীকে গুলি

খাগড়াছড়ি প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৪৪ বার পঠিত

খাগড়াছড়িতে কাজ শেষে বাড়ি ফেরার সময় দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীর গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে ছেড়ে দেওয়ার পর পেছন থেকে এক আরোহীকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতলে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (৩৫)। পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি নাসির স্থানীয় হেডটিলা এলাকার হানিফের ছেলে।

জানা যায়, মাটিরাঙ্গার তবলছড়ি থেকে কাজ শেষ করে দুই মোটরসাইকেলযোগে চার জন পানছড়ি সদরের দিকে ফিরছিলেন। ওই এলাকায় এলে ৪/৫জন অস্ত্রধারী তাদের গতিরোধ করে। একটি মোটরসাইকেল দাঁড়ালেও অপরটি চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে। এতে নাসির আহত হয়। এসময় দুর্বৃত্তরা গুলিবিদ্ধসহ মোটরসাইকেল চালকদের ছেড়ে দেয়।

তবে ওই ঘটনায় একজনকে অপহরণের অভিযোগ করা হলেও একাত্তর তাৎক্ষণিক তা যাচাই করতে পারেনি।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ শফিউল আজম বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

গত বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ির অনিলপাড়ায় ইউপিডিএফের ভ্রাত্রিপ্রতিম সংগঠনের চার জন প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এরপর থেকে পানছড়ি বাজার বর্জন কর্মসূচি পালন করছে ইউপিডিএফ। এমনকি সন্ধ্যা ছয়টার পর পানছড়িতে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

খাগড়াছড়িতে বাইক থামিয়ে আরোহীকে গুলি

আপডেট সময় : ০৮:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

খাগড়াছড়িতে কাজ শেষে বাড়ি ফেরার সময় দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীর গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে ছেড়ে দেওয়ার পর পেছন থেকে এক আরোহীকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতলে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (৩৫)। পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি নাসির স্থানীয় হেডটিলা এলাকার হানিফের ছেলে।

জানা যায়, মাটিরাঙ্গার তবলছড়ি থেকে কাজ শেষ করে দুই মোটরসাইকেলযোগে চার জন পানছড়ি সদরের দিকে ফিরছিলেন। ওই এলাকায় এলে ৪/৫জন অস্ত্রধারী তাদের গতিরোধ করে। একটি মোটরসাইকেল দাঁড়ালেও অপরটি চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে। এতে নাসির আহত হয়। এসময় দুর্বৃত্তরা গুলিবিদ্ধসহ মোটরসাইকেল চালকদের ছেড়ে দেয়।

তবে ওই ঘটনায় একজনকে অপহরণের অভিযোগ করা হলেও একাত্তর তাৎক্ষণিক তা যাচাই করতে পারেনি।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ শফিউল আজম বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

গত বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ির অনিলপাড়ায় ইউপিডিএফের ভ্রাত্রিপ্রতিম সংগঠনের চার জন প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এরপর থেকে পানছড়ি বাজার বর্জন কর্মসূচি পালন করছে ইউপিডিএফ। এমনকি সন্ধ্যা ছয়টার পর পানছড়িতে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

Facebook Comments Box