ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকের সাড়ে ৫ বিঘা জমির কলাগাছ কেটে সাবাড়

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • আপডেট সময় : ১২:০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৬১ বার পঠিত

পাবনার ঈশ্বরদিতে ক্ষতিগ্রস্ত কৃষকের কলার ক্ষেত।

পাবনা : পূর্বশত্রুতার জেরে পাবনার ঈশ্বরদী উপজেলায় কৃষকের প্রায় ৬ বিঘা জমির কলার গাছ কেটে সাবাড় করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চর কুড়ুলিয়া গ্রামের মাঠে কলার  বাগানে।

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২২ আগস্ট) রাতের কোনো এক সময়ে এই কলার গাছগুলো কাটা হতে পারে। এতে ৩জন কৃষকের কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, চর কুড়ুলিয়া গ্রামের মৃত আক্তার মালিথার ছেলে আলাউদ্দিন মালিথার ৩ বিঘা, একই এলাকার মৃত সাবের মালিথার ছেলে সাকাত মালিথার দেড় বিঘা ও সদর উপজেলার হেমায়েতপুরের গাফুরিয়াবাদ এলকার আলাই মুল্লিকের ছেলে সেলিম মুল্লিকের এক বিঘা।

ক্ষতিগ্রস্তরা বলেন- মঙ্গলবার সারারাত বৃষ্টি হওয়ায় বুধবার সকালে তারা ক্ষেত দেখতে জমিতে যান। এসময় তারা কলার গাছগুলো কাটা দেখতে পান। ধারালো অস্ত্রের সাহায্যে কলার গাছগুলো গোড়া থেকে কাটা হয়েছে। কৃষকেরা বলেন, বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে কলার আবাদ করেছিলেন। শত্রুতার জেরে ধারালো অস্ত্রের কোপে আমরা পথে বসে গেলাম।

ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, ‘কিছু আগে আমাদের সঙ্গে একই এলাকার কিছু মানুষের সাথে ঝামেলা হয়েছিল। আমার এক চাচা ও চাচাতো ভাইকে তারা কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে থানায় মামলাও হয়েছে। সেটি নিয়ে এলাকায় ঝামেলা চলছে। এর মাঝেই আমাদের কলার গাছগুলো কাটা হলো। কত স্বপ্ন ছিল এই কলা গাছ নিয়ে। সব স্বপ্ন আজ ভেঙ্গে চুরমার করে দিল তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ‘এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবেলার সংবাদ/ এমকেজেড/ ২৩ আগস্ট ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

কৃষকের সাড়ে ৫ বিঘা জমির কলাগাছ কেটে সাবাড়

আপডেট সময় : ১২:০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

পাবনা : পূর্বশত্রুতার জেরে পাবনার ঈশ্বরদী উপজেলায় কৃষকের প্রায় ৬ বিঘা জমির কলার গাছ কেটে সাবাড় করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চর কুড়ুলিয়া গ্রামের মাঠে কলার  বাগানে।

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২২ আগস্ট) রাতের কোনো এক সময়ে এই কলার গাছগুলো কাটা হতে পারে। এতে ৩জন কৃষকের কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, চর কুড়ুলিয়া গ্রামের মৃত আক্তার মালিথার ছেলে আলাউদ্দিন মালিথার ৩ বিঘা, একই এলাকার মৃত সাবের মালিথার ছেলে সাকাত মালিথার দেড় বিঘা ও সদর উপজেলার হেমায়েতপুরের গাফুরিয়াবাদ এলকার আলাই মুল্লিকের ছেলে সেলিম মুল্লিকের এক বিঘা।

ক্ষতিগ্রস্তরা বলেন- মঙ্গলবার সারারাত বৃষ্টি হওয়ায় বুধবার সকালে তারা ক্ষেত দেখতে জমিতে যান। এসময় তারা কলার গাছগুলো কাটা দেখতে পান। ধারালো অস্ত্রের সাহায্যে কলার গাছগুলো গোড়া থেকে কাটা হয়েছে। কৃষকেরা বলেন, বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে কলার আবাদ করেছিলেন। শত্রুতার জেরে ধারালো অস্ত্রের কোপে আমরা পথে বসে গেলাম।

ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, ‘কিছু আগে আমাদের সঙ্গে একই এলাকার কিছু মানুষের সাথে ঝামেলা হয়েছিল। আমার এক চাচা ও চাচাতো ভাইকে তারা কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে থানায় মামলাও হয়েছে। সেটি নিয়ে এলাকায় ঝামেলা চলছে। এর মাঝেই আমাদের কলার গাছগুলো কাটা হলো। কত স্বপ্ন ছিল এই কলা গাছ নিয়ে। সব স্বপ্ন আজ ভেঙ্গে চুরমার করে দিল তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ‘এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবেলার সংবাদ/ এমকেজেড/ ২৩ আগস্ট ২০২৩

Facebook Comments Box