ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কুয়াশায় বন্ধ সৈয়দপুর বিমান বন্দরের ফ্লাইট

সৈয়দপুর প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ১৮ বার পঠিত

সৈয়দপুর বিমানবন্দর

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বন্ধ রয়েছে ফ্লাইটের উঠানামা। এতে বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন বিমানবন্দরে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এসব ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। এর ফলে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন। তবে কুয়াশা কেটে গেলে বিমান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশা আর দৃষ্টিসীমা ১০০ মিটারের কম থাকার কারণে বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত হয়। এতে বাংলাদেশ বিমানের একটি, ইউএস বাংলার দুটি এবং নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ১১টার মধ্যে এসব ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ  বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। সকাল সাড়ে ১০টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। বিমানবন্দরে ফ্লাইট উঠানামার জন্য দৃষ্টিসীমা দুই হাজার মিটার থাকতে হবে।

তিনি আরও বলেন, কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দিনের চেয়ে কম। পরের ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়বে বলেও জানিয়েছেন তিনি।  
Facebook Comments Box
ট্যাগস :

কুয়াশায় বন্ধ সৈয়দপুর বিমান বন্দরের ফ্লাইট

আপডেট সময় : ০৫:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বন্ধ রয়েছে ফ্লাইটের উঠানামা। এতে বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন বিমানবন্দরে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এসব ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। এর ফলে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন। তবে কুয়াশা কেটে গেলে বিমান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশা আর দৃষ্টিসীমা ১০০ মিটারের কম থাকার কারণে বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত হয়। এতে বাংলাদেশ বিমানের একটি, ইউএস বাংলার দুটি এবং নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ১১টার মধ্যে এসব ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ  বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। সকাল সাড়ে ১০টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। বিমানবন্দরে ফ্লাইট উঠানামার জন্য দৃষ্টিসীমা দুই হাজার মিটার থাকতে হবে।

তিনি আরও বলেন, কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দিনের চেয়ে কম। পরের ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়বে বলেও জানিয়েছেন তিনি।  
Facebook Comments Box