ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় দেশি অস্ত্রসহ ১৬ কিশোর অপরাধী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩২ বার পঠিত

কুমিল্লায় কিশোর অপরাধী গ্রেপ্তার অভিযানে ককটেলসহ দেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং রতন গ্রুপ ও ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি ককটেলসহ দেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এসপি আব্দুল মান্নান বলেন, ‘শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর সার্কিট হাউজ মোড় এলাকায় কিশোর গ্যাং রতন গ্রুপ ও ঈগল গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে দুজন আহত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। উভয় গ্রুপের সংঘর্ষের সময় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় কুমিল্লার কোতয়ালি থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই গ্রুপের ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ সুপার আব্দুল মান্নান আরও বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য কিশোরদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ দীনেশ বড়ুয়াসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
ট্যাগস :

কুমিল্লায় দেশি অস্ত্রসহ ১৬ কিশোর অপরাধী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং রতন গ্রুপ ও ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি ককটেলসহ দেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এসপি আব্দুল মান্নান বলেন, ‘শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর সার্কিট হাউজ মোড় এলাকায় কিশোর গ্যাং রতন গ্রুপ ও ঈগল গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে দুজন আহত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। উভয় গ্রুপের সংঘর্ষের সময় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় কুমিল্লার কোতয়ালি থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই গ্রুপের ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ সুপার আব্দুল মান্নান আরও বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য কিশোরদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ দীনেশ বড়ুয়াসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box