কাতারে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু, ৪ জন বাংলাদেশি
- আপডেট সময় : ১১:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ৮৫ বার পঠিত
কাতারের রাজধানী দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে নিহত ৬ অভিবাসীর মধ্যে, ৪ জন বাংলাদেশি নাগরিক। স্থানীয় সময় রবিবার (৫ নভেম্বর) রাতে, দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে তা নিকটবর্তী একটি ভবনে ছড়িয়ে পড়ে।
নিহত ৪ বাংলাদেশির মধ্যে ২ জন ফেনীর। অন্য দুই বাংলাদেশির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দু’জন পাকিস্তানি নাগরিক।
নিহতদের মাধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন; ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান এবং দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ ।
জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর বশীদ মিলন কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনে মীর হোসেন ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। ফেনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া মোহাম্মদ মাহফুজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।