ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১৬ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে এক কলেজছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তার নাম মো. আসিফ জোমাদ্দার লিয়ন (২৪)। তিনি গালুয়া ইউনিয়নের কাটাখালির মাস্টার শাহ-আলম জোমাদ্দারের ছেলে। লিয়ন খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীরা জানায়, মাস্টার শাহ-আলম জোমাদ্দারের সঙ্গে স্থানীয় শাহ-আলম সিকদার, মো. দুলাল সরদার ও দুলাল কাজীর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার হামলা-মামলার ঘটনাও ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে কাটাখালি বাজারে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে লিয়ন ও তার বড় ভাই অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে লিয়ন ও অনিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসার পর লিয়নকে বরিশালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল থেকে রাতেই ঢাকায় পাঠানো হয় লিয়নকে। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লিয়নের বড় ভাই অনিক জোম্মাদার বলেন, স্থানীয় সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, দুলাল কাজি, শাকিল সাজ্জাল, এনায়েত, আশিক, সায়েম, আনোয়ার কাজি, শামসু কাজিসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান বলেন, এ ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Facebook Comments Box
ট্যাগস :

কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

ঝালকাঠির রাজাপুরে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে এক কলেজছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তার নাম মো. আসিফ জোমাদ্দার লিয়ন (২৪)। তিনি গালুয়া ইউনিয়নের কাটাখালির মাস্টার শাহ-আলম জোমাদ্দারের ছেলে। লিয়ন খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীরা জানায়, মাস্টার শাহ-আলম জোমাদ্দারের সঙ্গে স্থানীয় শাহ-আলম সিকদার, মো. দুলাল সরদার ও দুলাল কাজীর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার হামলা-মামলার ঘটনাও ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে কাটাখালি বাজারে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে লিয়ন ও তার বড় ভাই অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে লিয়ন ও অনিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসার পর লিয়নকে বরিশালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল থেকে রাতেই ঢাকায় পাঠানো হয় লিয়নকে। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লিয়নের বড় ভাই অনিক জোম্মাদার বলেন, স্থানীয় সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, দুলাল কাজি, শাকিল সাজ্জাল, এনায়েত, আশিক, সায়েম, আনোয়ার কাজি, শামসু কাজিসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান বলেন, এ ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Facebook Comments Box