ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪৯ বার পঠিত

রতীকী ছবি

কক্সবাজার জেলার, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত হয়েছেন জলিল নামে এক যুবক। ঘর থেকে ডেকে নিয়ে তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উখিয়া কুতুপালং ৪নং ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক জলিল রোহিঙ্গা ক্যাম্পের এফ-১২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি জানান, রাত ৭টার দিকে উখিয়ার ৪নং ক্যাম্পের এফ-১২ ব্লকের বাসিন্দা জলিল নামে এক যুবকে অজ্ঞত কয়েকজন ঘর থেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে তাকে মারধর করে গুলি করে পালিয়ে যায়।

“গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন;” জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
ট্যাগস :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় : ১১:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

কক্সবাজার জেলার, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত হয়েছেন জলিল নামে এক যুবক। ঘর থেকে ডেকে নিয়ে তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উখিয়া কুতুপালং ৪নং ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক জলিল রোহিঙ্গা ক্যাম্পের এফ-১২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি জানান, রাত ৭টার দিকে উখিয়ার ৪নং ক্যাম্পের এফ-১২ ব্লকের বাসিন্দা জলিল নামে এক যুবকে অজ্ঞত কয়েকজন ঘর থেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে তাকে মারধর করে গুলি করে পালিয়ে যায়।

“গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন;” জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box