ওবায়দুল কাদেরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন
- আপডেট সময় : ০৫:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৮ বার পঠিত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ তিন জনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান এবং মামলা করতে চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন করেছেন। দুপুরে সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মি. মাহমুদ।
মি. মাহমুদ জানান, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও তার দুই ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত হোসেন কাদের মির্জার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলার আর্জি জানানো হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে তারা দেশে-বিদেশে প্রচুর অবৈধ সম্পদ অর্জন করেছে।
তিনি দাবি করেন, ওবায়দুল কাদের সেতুমন্ত্রী থাকাবস্থায় তার স্ত্রী ইশরাতুন নেসা কাদের এবং তার ভাইয়েরা প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতি করতেন।