ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এমপির রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোলে আওয়ামী লীগ কর্মীর মরদেহ

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ০৭:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৪০ বার পঠিত

এমপি ওমর ফারুকের রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় মরদেহ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাঝামাঝি স্থানের ম্যানহোল থেকে নয়নাল উদ্দিন (৬১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নয়নাল আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। তার বাড়ি পবা উপজেলার কাটাখালী পৌরসভার শ্যামপুর গ্রামে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা নানা আলামত সংগ্রহ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থিম ওমর প্লাজা ও রাজনৈতিক কার্যালয়ের মাঝামাঝি স্থানে পেছন দিকের সীমানা প্রাচীরসংলগ্ন ছোট একটি ম্যানহোল। সেখানেই পড়ে ছিল ওই ব্যক্তির মরদেহ।
রাজনৈতিক কার্যালয় ও থিম ওমর প্লাজার চারপাশ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। সেখানে দলীয় নেতাকর্মী ছাড়া কেউ প্রবেশ করতে পারে না।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দু’দিন আগে মৃত্যু হয়েছে তার। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
 
Facebook Comments Box
ট্যাগস :

এমপির রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোলে আওয়ামী লীগ কর্মীর মরদেহ

আপডেট সময় : ০৭:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাঝামাঝি স্থানের ম্যানহোল থেকে নয়নাল উদ্দিন (৬১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নয়নাল আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। তার বাড়ি পবা উপজেলার কাটাখালী পৌরসভার শ্যামপুর গ্রামে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা নানা আলামত সংগ্রহ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থিম ওমর প্লাজা ও রাজনৈতিক কার্যালয়ের মাঝামাঝি স্থানে পেছন দিকের সীমানা প্রাচীরসংলগ্ন ছোট একটি ম্যানহোল। সেখানেই পড়ে ছিল ওই ব্যক্তির মরদেহ।
রাজনৈতিক কার্যালয় ও থিম ওমর প্লাজার চারপাশ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। সেখানে দলীয় নেতাকর্মী ছাড়া কেউ প্রবেশ করতে পারে না।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দু’দিন আগে মৃত্যু হয়েছে তার। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
 
Facebook Comments Box