ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৩০ বার পঠিত

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্টান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের ওই বাস ঢাকা থেকে বরগুনা যাচ্ছিলো। বাসটি শিবচরের সূর্যনগর পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। বাসটি দুমড়ে মুচড়ে যায়।

যাত্রীবাহী বাসের ধাক্কায় সামনে চলমান ট্রাকটি এক্সপ্রেসওয়ের থেকে সার্ভিস লেনে পড়ে যায়। পুরাতন বই বহন করার ট্রাক্টটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও এক জন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু।

এছাড়া শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতাল আহত পাঁচজনকে নেয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ৩০

আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্টান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের ওই বাস ঢাকা থেকে বরগুনা যাচ্ছিলো। বাসটি শিবচরের সূর্যনগর পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। বাসটি দুমড়ে মুচড়ে যায়।

যাত্রীবাহী বাসের ধাক্কায় সামনে চলমান ট্রাকটি এক্সপ্রেসওয়ের থেকে সার্ভিস লেনে পড়ে যায়। পুরাতন বই বহন করার ট্রাক্টটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও এক জন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু।

এছাড়া শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতাল আহত পাঁচজনকে নেয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

Facebook Comments Box