ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ পাসের হার ৭৭ দশমিক ৭৮ ভাগ:পাশের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ০ বার পঠিত

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সব শিক্ষা বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। এ বছর পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এবার জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। এ ফল উত্তীর্ণের মোট সংখ্যার ১৪ শতাংশ।

এর আগে ২০২৩ সালে এ পরীক্ষায় পাশের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ; তাদের মধ্যে ৯২ হাজার ৫৯৫ জন জিপিএ-৫ পেয়েছিল।

ঢাকা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭০ দশমিক ৩২ শতাংশ এবং রাজশাহী বোর্ডে ৮১ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাশের করেছেন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যশোর বোর্ডে ৬৪ দশমিক ২৯ শতাংশ, সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৮১ দশমিক ৮৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

 

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮দশমিক ০৯ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

এ বছর পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। পাশ করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত ৩০শে জুন শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরে পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত পরীক্ষা আর অনুষ্ঠিত হয়নি।

ফলে এবার কোনো বিভাগের শিক্ষার্থীদের পাঁচটি, কারও ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি পরীক্ষাগুলো বাতিল হওয়ায় সেগুলোর ফল এসএসসির ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

 

 

Facebook Comments Box
ট্যাগস :

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ পাসের হার ৭৭ দশমিক ৭৮ ভাগ:পাশের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

আপডেট সময় : ১১:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সব শিক্ষা বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। এ বছর পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এবার জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। এ ফল উত্তীর্ণের মোট সংখ্যার ১৪ শতাংশ।

এর আগে ২০২৩ সালে এ পরীক্ষায় পাশের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ; তাদের মধ্যে ৯২ হাজার ৫৯৫ জন জিপিএ-৫ পেয়েছিল।

ঢাকা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭০ দশমিক ৩২ শতাংশ এবং রাজশাহী বোর্ডে ৮১ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাশের করেছেন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যশোর বোর্ডে ৬৪ দশমিক ২৯ শতাংশ, সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৮১ দশমিক ৮৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

 

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮দশমিক ০৯ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

এ বছর পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। পাশ করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত ৩০শে জুন শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরে পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত পরীক্ষা আর অনুষ্ঠিত হয়নি।

ফলে এবার কোনো বিভাগের শিক্ষার্থীদের পাঁচটি, কারও ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি পরীক্ষাগুলো বাতিল হওয়ায় সেগুলোর ফল এসএসসির ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

 

 

Facebook Comments Box