ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর হাতুড়িপেটা, আহত ৩৫

সারাবেলা সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ২৩ বার পঠিত

দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও হাতুড়িপেটার ঘটনা ঘটেছে। শরীয়তপুর সদরে প্রতিপক্ষের হামলায় এক চেয়ারম্যান প্রার্থীর ৩০ জন সমর্থক আহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় এক প্রার্থীর পথসভায় হামলা হয়েছে। এ সময় গাড়ি, প্রচার মাইক ও চেয়ার ভাঙচুর করা হয়।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনি সভায় যাওয়ার পথে আরেক প্রার্থীর দুই সমর্থককে হাতুড়িপেটা করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ভোটের দিন সংঘাতের আশঙ্কা প্রকাশ করে পালটাপালটি বক্তব্য দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

শরীয়তপুর : সদর উপজেলার শৌলপাড়া বাজারে শনিবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়াল ও তার সমর্থকদের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় ৩ সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান আকন্দ উজ্জ্বলের সমর্থক শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা খান ও ইউপি সদস্য দেলোয়ার আকন, ইউপি সদস্য দুলাল মোল্যা, মামুন আকন ও ইউসুফ মুন্সী হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে নুরুল আমিন কোতোয়াল বলেন, ঘোড়া প্রতীকের সমর্থকরা স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমার ৩০ সমর্থক আহত হয়েছেন।

ভাঙ্গা (ফরিদপুর) : পুকুরিয়া ব্রাহ্মণকান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাত ৯টায় ঘোড়া প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান সুমনের পথসভায় হামলা হয়েছে। এতে তার ২ কর্মী আহত হয়েছেন। এ সময় ৫টি গাড়ি, চেয়ার ও মাইক ভাঙচুর করা হয়েছে। মোখলেছুর রহমান সুমন অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা সেখানে হামলা করেছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন আল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বালিয়াকান্দি (রাজবাড়ী) : নির্বাচনি সভায় যাওয়ার পথে শনিবার রাতে সালাম মন্ডল ও জাহাঙ্গীর হোসেন নামে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের ২ সমর্থককে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। তারা নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বাসিন্দা। তাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ করেন চিকিৎসাধীন সালাম মন্ডল।

কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গুরু-শিষ্য হিসাবে পরিচিত দুই চেয়ারম্যান প্রার্থীর যুদ্ধাংদেহী মনোভাব প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাটিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনবারের উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারের সঙ্গে এবার প্রার্থী হয়েছেন একই পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে থাকা আবদুল হাই বাবলু।

সারওয়ার সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা ১০ আসনের এমপি আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই। অপরদিকে এবারই চেয়ারম্যান পদে প্রথম প্রার্থী হওয়া আবদুল হাই বাবলু কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিনের অনুসারী। এক সময় গুরুশিষ্য হিসাবে পরিচিত সারওয়ার-বাবলু সুষ্ঠু ভোট নিয়ে দিচ্ছেন পালটাপালটি বক্তব্য।

গোলাম সারওয়ার বলেন, সুষ্ঠু ভোট হোক, আমি ফেল করলে সমস্যা নেই, শুনতেছি বাবলু এমপি বাহার ভাইয়ের লোকজন নিয়ে কেন্দ্র দখল করে ভোট কেটে নেবে।

অভিযোগ অস্বীকার করে আবদুল হাই বাবলু বলেন, আমার নেতার (এমপি বাহার) লোকজন নিয়ে কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ ভিত্তিহীন। তিনিই (সারওয়ার) তো বলছেন, নেতাকর্মীদের লাঠি নিয়ে কেন্দ্রে যেতে।

মঠবাড়িয়া (পিরোজপুর) : চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট বায়জিদ আহম্মেদ অভিযোগ করেছেন, তার নেতাকর্মীদের ওপর প্রতিপক্ষের সমর্থকরা হামলা চালাচ্ছে। রোববার দুপুরে মঠবাড়িয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

ধামরাই (ঢাকা) : চেয়ারম্যান প্রার্থী খালেদ মাসুদ খান লাল্টুর (মোটরসাইকেল) উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিলেন স্থানীয় সংসদ সদস্যের ভাগ্নে শাহিন আলম। পশুরা ইউনিয়নের হাত খসড়ায় শনিবার রাতে ওই বৈঠকে তিনি বলেন, গ্রাম আদালতের বিচার সালিশ, জন্ম সনদ ও পরিচয়পত্রের জন্য চেয়ারম্যানের কাছেই যেতে হবে। এ কথা ভুলে গেলে চলবে না। আমাদের মনে রাখতে হবে এলাকার উন্নয়ন চাইলে অবশ্যই মোটরসাইকেল প্রতীকে ভোট দিতে হবে। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বরগুনা : নির্বাচনে ভোট প্রদানের আহ্বান জানিয়ে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। রোববার বেলা ১১টায় বরগুনা শিল্পকলা একাডেমিতে বরগুনা ও পটুয়াখালীর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচনি আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

Facebook Comments Box
ট্যাগস :

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর হাতুড়িপেটা, আহত ৩৫

আপডেট সময় : ০৯:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও হাতুড়িপেটার ঘটনা ঘটেছে। শরীয়তপুর সদরে প্রতিপক্ষের হামলায় এক চেয়ারম্যান প্রার্থীর ৩০ জন সমর্থক আহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় এক প্রার্থীর পথসভায় হামলা হয়েছে। এ সময় গাড়ি, প্রচার মাইক ও চেয়ার ভাঙচুর করা হয়।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনি সভায় যাওয়ার পথে আরেক প্রার্থীর দুই সমর্থককে হাতুড়িপেটা করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ভোটের দিন সংঘাতের আশঙ্কা প্রকাশ করে পালটাপালটি বক্তব্য দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

শরীয়তপুর : সদর উপজেলার শৌলপাড়া বাজারে শনিবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়াল ও তার সমর্থকদের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় ৩ সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান আকন্দ উজ্জ্বলের সমর্থক শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা খান ও ইউপি সদস্য দেলোয়ার আকন, ইউপি সদস্য দুলাল মোল্যা, মামুন আকন ও ইউসুফ মুন্সী হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে নুরুল আমিন কোতোয়াল বলেন, ঘোড়া প্রতীকের সমর্থকরা স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমার ৩০ সমর্থক আহত হয়েছেন।

ভাঙ্গা (ফরিদপুর) : পুকুরিয়া ব্রাহ্মণকান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাত ৯টায় ঘোড়া প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান সুমনের পথসভায় হামলা হয়েছে। এতে তার ২ কর্মী আহত হয়েছেন। এ সময় ৫টি গাড়ি, চেয়ার ও মাইক ভাঙচুর করা হয়েছে। মোখলেছুর রহমান সুমন অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা সেখানে হামলা করেছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন আল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বালিয়াকান্দি (রাজবাড়ী) : নির্বাচনি সভায় যাওয়ার পথে শনিবার রাতে সালাম মন্ডল ও জাহাঙ্গীর হোসেন নামে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের ২ সমর্থককে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। তারা নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বাসিন্দা। তাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ করেন চিকিৎসাধীন সালাম মন্ডল।

কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গুরু-শিষ্য হিসাবে পরিচিত দুই চেয়ারম্যান প্রার্থীর যুদ্ধাংদেহী মনোভাব প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাটিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনবারের উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারের সঙ্গে এবার প্রার্থী হয়েছেন একই পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে থাকা আবদুল হাই বাবলু।

সারওয়ার সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা ১০ আসনের এমপি আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই। অপরদিকে এবারই চেয়ারম্যান পদে প্রথম প্রার্থী হওয়া আবদুল হাই বাবলু কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিনের অনুসারী। এক সময় গুরুশিষ্য হিসাবে পরিচিত সারওয়ার-বাবলু সুষ্ঠু ভোট নিয়ে দিচ্ছেন পালটাপালটি বক্তব্য।

গোলাম সারওয়ার বলেন, সুষ্ঠু ভোট হোক, আমি ফেল করলে সমস্যা নেই, শুনতেছি বাবলু এমপি বাহার ভাইয়ের লোকজন নিয়ে কেন্দ্র দখল করে ভোট কেটে নেবে।

অভিযোগ অস্বীকার করে আবদুল হাই বাবলু বলেন, আমার নেতার (এমপি বাহার) লোকজন নিয়ে কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ ভিত্তিহীন। তিনিই (সারওয়ার) তো বলছেন, নেতাকর্মীদের লাঠি নিয়ে কেন্দ্রে যেতে।

মঠবাড়িয়া (পিরোজপুর) : চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট বায়জিদ আহম্মেদ অভিযোগ করেছেন, তার নেতাকর্মীদের ওপর প্রতিপক্ষের সমর্থকরা হামলা চালাচ্ছে। রোববার দুপুরে মঠবাড়িয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

ধামরাই (ঢাকা) : চেয়ারম্যান প্রার্থী খালেদ মাসুদ খান লাল্টুর (মোটরসাইকেল) উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিলেন স্থানীয় সংসদ সদস্যের ভাগ্নে শাহিন আলম। পশুরা ইউনিয়নের হাত খসড়ায় শনিবার রাতে ওই বৈঠকে তিনি বলেন, গ্রাম আদালতের বিচার সালিশ, জন্ম সনদ ও পরিচয়পত্রের জন্য চেয়ারম্যানের কাছেই যেতে হবে। এ কথা ভুলে গেলে চলবে না। আমাদের মনে রাখতে হবে এলাকার উন্নয়ন চাইলে অবশ্যই মোটরসাইকেল প্রতীকে ভোট দিতে হবে। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বরগুনা : নির্বাচনে ভোট প্রদানের আহ্বান জানিয়ে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। রোববার বেলা ১১টায় বরগুনা শিল্পকলা একাডেমিতে বরগুনা ও পটুয়াখালীর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচনি আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

Facebook Comments Box