উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ২
- আপডেট সময় : ০৮:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ৫ বার পঠিত
কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
নিহত দুজন হলেন, কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এর বাসিন্দা আবুল খায়ের (৬৩) ও একই ক্যাম্পের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে বোরহান উদ্দিন (৬)।
রোহিঙ্গারা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসত ঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসত ঘরসহ অন্যান্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানিয়েছেন, ফায়ারসার্ভিসের পাঁচটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। দুপুর ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরেছে। আগুনের সুত্রপাত জানতে চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা আরিফ হোসাইন।