ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইসরায়েলি পন্য বর্জনের দাবী জানালো ‘এসো কিছু করি’ সংগঠন

সারাবেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৫৬ বার পঠিত

নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মানবতা বিরোধী ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে নীলফামারীর সৈয়দপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো কিছু করি ‘। শনিবার (২১ অক্টোবর) বেলা ৩ টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও ইসরায়েলী পণ্যতে আগুন জ্বালিয়ে এই দাবী জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল মোহাম্মদ আজম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নুর মোহাম্মদ ওয়ালীউর রহমান রতন, নয়া দিগন্তের সংবাদদাতা জাকির হোসেন, ব্যবসায়ী দুলাল হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক আহসান উদ্দিন বাদল, সাংবাদিক মিজানুর রহমান মিলন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সৈয়দপুর পৌর সভাপতি সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সাংবাদিক শাহজাহান আলী মনন, তরুন উদ্যোক্তা এহসানুল হক, এসো কিছু করি সদস্য এস কে আহমাদুল্লাহ, মো. সোহেল, জাহিদ ফয়সাল, ফিরোজ সহ সচেতন নানা শ্রেণি পেশার মানুষ।

তারা বলেন, ফিলিস্তিন এর সাথে ইসরায়েলের যুদ্ধ হলো মানবতা বিরোধী ও সন্ত্রসি কার্যকলাপ । ইসরায়েল হলো দখলদার ও নৃশংসতাকারী। তারা আন্তর্জাতিক সকল নীতি লংঘন করে অসহায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে।

দীর্ঘ ৭৫ বছর ধরে তাদের এই বর্বরতা অব্যাহত রেখেছে। তারপরও সভ্য ও আধুনিক বিশ্ব নিশ্চুপ। আমরা এই অমানবিক নির্যাতনের প্রতিবাদ করছি এবং ঘাতক ইসরায়েলের সকল পণ্য বর্জনের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি। এতে ইহুদিরা কিছুটা হলেও তাদের অর্থনীতিক ভাবে দূর্বল হবে। এটাই ইমানী দায়িত্ব। সেই জন্য আমরা এই কর্মসূচী শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজন করবো। যাতে মানুষের মাঝে সচেতনা সৃষ্টি হয়।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২১ অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

ইসরায়েলি পন্য বর্জনের দাবী জানালো ‘এসো কিছু করি’ সংগঠন

আপডেট সময় : ০৭:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মানবতা বিরোধী ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে নীলফামারীর সৈয়দপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো কিছু করি ‘। শনিবার (২১ অক্টোবর) বেলা ৩ টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও ইসরায়েলী পণ্যতে আগুন জ্বালিয়ে এই দাবী জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল মোহাম্মদ আজম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নুর মোহাম্মদ ওয়ালীউর রহমান রতন, নয়া দিগন্তের সংবাদদাতা জাকির হোসেন, ব্যবসায়ী দুলাল হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক আহসান উদ্দিন বাদল, সাংবাদিক মিজানুর রহমান মিলন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সৈয়দপুর পৌর সভাপতি সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সাংবাদিক শাহজাহান আলী মনন, তরুন উদ্যোক্তা এহসানুল হক, এসো কিছু করি সদস্য এস কে আহমাদুল্লাহ, মো. সোহেল, জাহিদ ফয়সাল, ফিরোজ সহ সচেতন নানা শ্রেণি পেশার মানুষ।

তারা বলেন, ফিলিস্তিন এর সাথে ইসরায়েলের যুদ্ধ হলো মানবতা বিরোধী ও সন্ত্রসি কার্যকলাপ । ইসরায়েল হলো দখলদার ও নৃশংসতাকারী। তারা আন্তর্জাতিক সকল নীতি লংঘন করে অসহায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে।

দীর্ঘ ৭৫ বছর ধরে তাদের এই বর্বরতা অব্যাহত রেখেছে। তারপরও সভ্য ও আধুনিক বিশ্ব নিশ্চুপ। আমরা এই অমানবিক নির্যাতনের প্রতিবাদ করছি এবং ঘাতক ইসরায়েলের সকল পণ্য বর্জনের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি। এতে ইহুদিরা কিছুটা হলেও তাদের অর্থনীতিক ভাবে দূর্বল হবে। এটাই ইমানী দায়িত্ব। সেই জন্য আমরা এই কর্মসূচী শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজন করবো। যাতে মানুষের মাঝে সচেতনা সৃষ্টি হয়।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২১ অক্টোবর ২০২৩

Facebook Comments Box