ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আহতদের আহাজারিতে ভারি ভৈরব হাসপাতাল

ভৈরব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ২৭ বার পঠিত

ভৈরবের হাসপাতালে ট্রেন দুর্ঘটনায় আহতরা। ছবি : সংগৃহীত

ট্রেন দুর্ঘটনায় আহত আর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ভৈরব স্বাস্হ্য কমপ্লেক্স।

বিকেলে ভৈরব জংশনে ভয়াবহ এই দুর্ঘটনায় উদ্ধার অভিযান চলছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নিহত ও আহতদের সংখ্যাও। যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং জেলা ও রেলওয়ে পুলিশ। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চলছে আহতদের আহাজারি। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।

ভৈরবের ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে, ফায়ার সার্ভিস বলছে, ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে।

এদিকে, ট্রেনটিতে থাকা স্বজনদের খোঁজে ভৈরবে ছুটে আসছেন অনেকে। দিকবিদিক ছোটাছুটি করলেও অনেকে খোঁজ পাচ্ছেন না প্রিয়জনদের।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৩ অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

আহতদের আহাজারিতে ভারি ভৈরব হাসপাতাল

আপডেট সময় : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

ট্রেন দুর্ঘটনায় আহত আর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ভৈরব স্বাস্হ্য কমপ্লেক্স।

বিকেলে ভৈরব জংশনে ভয়াবহ এই দুর্ঘটনায় উদ্ধার অভিযান চলছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নিহত ও আহতদের সংখ্যাও। যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং জেলা ও রেলওয়ে পুলিশ। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চলছে আহতদের আহাজারি। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।

ভৈরবের ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে, ফায়ার সার্ভিস বলছে, ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে।

এদিকে, ট্রেনটিতে থাকা স্বজনদের খোঁজে ভৈরবে ছুটে আসছেন অনেকে। দিকবিদিক ছোটাছুটি করলেও অনেকে খোঁজ পাচ্ছেন না প্রিয়জনদের।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৩ অক্টোবর ২০২৩

Facebook Comments Box