ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৩০ বার পঠিত

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় বিক্ষোভের সময় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে।

সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালের কর্মকর্তা রাজিব হোসেন জানান, নিহত ওই ব্যক্তির নাম কাউছার হোসাইন খান। তিনি একটি কারখানার পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আরো কয়েকজন গুলিবিদ্ধ ও অন্তত ৩০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সাংবাদিক নাজমুল হোসেন বিবিসি বাংলাকে বলেন, বেলা ১২টার পর শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কয়েকটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

এতে ৩০ জন শ্রমিক আহত ও একাধিক শ্রমিক গুলিবিদ্ধ হয়।

Facebook Comments Box
ট্যাগস :

আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত

আপডেট সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় বিক্ষোভের সময় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে।

সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালের কর্মকর্তা রাজিব হোসেন জানান, নিহত ওই ব্যক্তির নাম কাউছার হোসাইন খান। তিনি একটি কারখানার পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আরো কয়েকজন গুলিবিদ্ধ ও অন্তত ৩০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সাংবাদিক নাজমুল হোসেন বিবিসি বাংলাকে বলেন, বেলা ১২টার পর শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কয়েকটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

এতে ৩০ জন শ্রমিক আহত ও একাধিক শ্রমিক গুলিবিদ্ধ হয়।

Facebook Comments Box