সংবাদ শিরোনাম :
আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৫ বার পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলনে চলাকালে এক ব্যবসায়ীর গুলিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন গ্রেফতার আমির হোসেন আমুকে আদালতে হাজির করা হলে পুলিশ তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে।
আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ডের আদেশ দেন।
বুধবার ঢাকা থেকে গ্রেফতার হন আমির হোসেন আমু।
ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল তাতে তাকে গ্রেফতার দেখানো হয়।
Facebook Comments Box