ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসা দিতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পঠিত

জুলাই-অগাস্টে ছাত্র আন্দোলন ও সরকার বিরোধী বিক্ষোভে যারা “ক্রিটিক্যালি ইনজ্যুরড” (গুরুতর আহত) তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাতে চায় সরকার।

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. হেলাল উদ্দিন।

কারো কৃত্রিম অঙ্গ সংযোজন করার দরকার হলে সরকার সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, আহতদের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ সফররত চীনের একটি মেডিকেল দলের সাথে স্বাস্থ্য উপদেষ্টা বৈঠক করেন।

এই মেডিকেল টিমের সদস্যদের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করার কথা জানান হেলাল উদ্দিন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলনের সময়কাল থেকে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫ হাজার।

অতিরিক্ত সচিব বলেন, চূড়ান্ত তালিকা হতে আরও সময় লাগবে। সারাদেশ থেকে তালিকা সংগ্রহের কাজ চলছে।

Facebook Comments Box
ট্যাগস :

আন্দোলনে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসা দিতে চায় সরকার

আপডেট সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

জুলাই-অগাস্টে ছাত্র আন্দোলন ও সরকার বিরোধী বিক্ষোভে যারা “ক্রিটিক্যালি ইনজ্যুরড” (গুরুতর আহত) তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাতে চায় সরকার।

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. হেলাল উদ্দিন।

কারো কৃত্রিম অঙ্গ সংযোজন করার দরকার হলে সরকার সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, আহতদের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ সফররত চীনের একটি মেডিকেল দলের সাথে স্বাস্থ্য উপদেষ্টা বৈঠক করেন।

এই মেডিকেল টিমের সদস্যদের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করার কথা জানান হেলাল উদ্দিন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলনের সময়কাল থেকে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫ হাজার।

অতিরিক্ত সচিব বলেন, চূড়ান্ত তালিকা হতে আরও সময় লাগবে। সারাদেশ থেকে তালিকা সংগ্রহের কাজ চলছে।

Facebook Comments Box