ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর নতুন অর্জন

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭ বার পঠিত

মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ দীর্ঘ বিরতির পর নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে সুযোগ পেয়ে খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস। ৭৬ বলে ৪৯ রানের ইনিংসটি ম্যাচ জেতাতে না পারলেও মাহমুদউল্লাহ গড়েছেন নতুন অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে মাহমুদউল্লাহর এই অর্জন। তার আগে বাংলাদেশের হয়ে ১০ হাজারি ক্লাবে প্রবেশ করা তিন ব্যাটার হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মাহমুদউল্লাহর বর্তমান রান ১০ হাজার ৩৫। ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহর আন্তর্জাতিক অভিষেক ঘটে ২০০৭ সালে। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে বাংলাদেশি এই অলরাউন্ডার হয়ে উঠেছেন দলের অন্যতম স্তম্ভ। পঞ্চপাণ্ডবের একজন মাহমুদউল্লাহ যে সংস্করণে যখনই সুযোগ পেয়েছেন, নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। ২২০ ওয়ানডে খেলে ১৯১ ইনিংসে ব্যাট করেছেন মাহমুদউল্লাহ। করেছেন চার হাজার ৯৯৯ রান। গড় ৩৫.৪৫, তিনটি শতকের পাশাপাশি অর্ধশতক ২৭টি। ১২১ টি-টোয়েন্টির ১১৩ ইনিংসে করেছেন দুই হাজার ১২২ রান। গড় ২৩.৫৭, অর্ধশতক ছয়টি। সাদা পোশাকে খেলেছেন ৫০টি ম্যাচ। ৫০ টেস্টের ৯৪ ইনিংসে রান করেছেন দুই হাজার ৯১৪। গড় ৩৩.৪৯, পাঁচটি শতকের পাশাপাশি অর্ধশতক আছে ১৬টি। সবমিলিয়ে ৩৯১ ম্যাচের ৩৯৮ ইনিংসে মাহমুদউল্লাহ তুলেছেন ১০ হাজার ৪৫ রান। ওয়ানডেতেও তাকে হাতছানি দিচ্ছে আরেকটি মাইলফলক। মাত্র এক রান করলেই একদিনের ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ হবে তার।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৪ সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর নতুন অর্জন

আপডেট সময় : ১১:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মাহমুদউল্লাহ দীর্ঘ বিরতির পর নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে সুযোগ পেয়ে খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস। ৭৬ বলে ৪৯ রানের ইনিংসটি ম্যাচ জেতাতে না পারলেও মাহমুদউল্লাহ গড়েছেন নতুন অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে মাহমুদউল্লাহর এই অর্জন। তার আগে বাংলাদেশের হয়ে ১০ হাজারি ক্লাবে প্রবেশ করা তিন ব্যাটার হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মাহমুদউল্লাহর বর্তমান রান ১০ হাজার ৩৫। ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহর আন্তর্জাতিক অভিষেক ঘটে ২০০৭ সালে। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে বাংলাদেশি এই অলরাউন্ডার হয়ে উঠেছেন দলের অন্যতম স্তম্ভ। পঞ্চপাণ্ডবের একজন মাহমুদউল্লাহ যে সংস্করণে যখনই সুযোগ পেয়েছেন, নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। ২২০ ওয়ানডে খেলে ১৯১ ইনিংসে ব্যাট করেছেন মাহমুদউল্লাহ। করেছেন চার হাজার ৯৯৯ রান। গড় ৩৫.৪৫, তিনটি শতকের পাশাপাশি অর্ধশতক ২৭টি। ১২১ টি-টোয়েন্টির ১১৩ ইনিংসে করেছেন দুই হাজার ১২২ রান। গড় ২৩.৫৭, অর্ধশতক ছয়টি। সাদা পোশাকে খেলেছেন ৫০টি ম্যাচ। ৫০ টেস্টের ৯৪ ইনিংসে রান করেছেন দুই হাজার ৯১৪। গড় ৩৩.৪৯, পাঁচটি শতকের পাশাপাশি অর্ধশতক আছে ১৬টি। সবমিলিয়ে ৩৯১ ম্যাচের ৩৯৮ ইনিংসে মাহমুদউল্লাহ তুলেছেন ১০ হাজার ৪৫ রান। ওয়ানডেতেও তাকে হাতছানি দিচ্ছে আরেকটি মাইলফলক। মাত্র এক রান করলেই একদিনের ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ হবে তার।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৪ সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box