ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আনোয়ারুলের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৪৫ বার পঠিত

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন—এমন তথ্য জানালেও, এখনো মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় তাঁর সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। তবে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় অধিবেশনের আগেই সুরাহা হবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আনোয়ারুল আজীম আনারের আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। আশা করি ফয়সালা হবে। সবকিছু নির্ভর করছে উনি মারা গেছেন, এ তথ্যটা সংসদের কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আসতে হবে। আগামী ৫ জুন সংসদ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে, সেখানে আলোচনা হবে। ওই বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, এমপি আজিম কলকাতায় খুন হয়েছেন। তবে তার লাশ পাওয়া না গেলে সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।
জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেরও ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আনোয়ারুল আজিম একাধারে সংসদ সদস্য ও পরিবহণ ব্যবসায়ী। তার স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব পরিচালনার জন্যও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি।
১২ মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারতে যান টানা তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৭ মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরদিন তার নিখোঁজের বিষয়ে উত্তর কলকাতার বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস। এরপর সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস (ডরিন) ঢাকায় গোয়েন্দা সংস্থা ডিবির কাছে বাবার নিখোঁজের অভিযোগ দেন।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে রাতে খুন করা হয় আনোয়ারুলকে। কলকাতা পুলিশ তার মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে ১২ দিন পেরিয়ে গেলেও মৃতদেহ পাওয়া যায়নি।

Facebook Comments Box
ট্যাগস :

আনোয়ারুলের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা

আপডেট সময় : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন—এমন তথ্য জানালেও, এখনো মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় তাঁর সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। তবে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় অধিবেশনের আগেই সুরাহা হবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আনোয়ারুল আজীম আনারের আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। আশা করি ফয়সালা হবে। সবকিছু নির্ভর করছে উনি মারা গেছেন, এ তথ্যটা সংসদের কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আসতে হবে। আগামী ৫ জুন সংসদ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে, সেখানে আলোচনা হবে। ওই বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, এমপি আজিম কলকাতায় খুন হয়েছেন। তবে তার লাশ পাওয়া না গেলে সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।
জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেরও ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আনোয়ারুল আজিম একাধারে সংসদ সদস্য ও পরিবহণ ব্যবসায়ী। তার স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব পরিচালনার জন্যও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি।
১২ মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারতে যান টানা তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৭ মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরদিন তার নিখোঁজের বিষয়ে উত্তর কলকাতার বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস। এরপর সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস (ডরিন) ঢাকায় গোয়েন্দা সংস্থা ডিবির কাছে বাবার নিখোঁজের অভিযোগ দেন।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে রাতে খুন করা হয় আনোয়ারুলকে। কলকাতা পুলিশ তার মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে ১২ দিন পেরিয়ে গেলেও মৃতদেহ পাওয়া যায়নি।

Facebook Comments Box