ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আনসারের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন ৯৬ বছরের বৃদ্ধ

মোঃ জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৬ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৯৬ বছর বয়সের মো: আব্দুল মজিদ ওরফে মাজু ভোট দিয়েছেন ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আনসারের কাঁধে ভর করে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই খুশি তিনি ।
২১ মে মঙ্গলবার উপজেলার পৌর এলাকার রাজ্জাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শেষ বেলায় ভোট দিতে আসেন তিনি। বৃদ্ধ আব্দুল মজিদ শহরের হাতিখানা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে।
ভোটার মজিদ বলেন, ভোটার হওয়ার পর থেকেই আমি ভোট দিচ্ছি। এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে আমি ভোট দেওয়া থেকে বিরত থেকেছি। আজকেও আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, একারনে আমি অনেক খুশি’।
তিনি আরও বলেন, ‘আমার বয়স ৯৬ বছর, আমি একা চলতে পারি না। আমার নাতি ভোটকেন্দ্রে নিয়ে এসেছে। আর সেখান থেকে দুই আনসার আমাকে রুমের ভেতর নিয়ে যায় ভোট দিতে। তাদের সহযোগিতায় ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে।
আব্দুল মজিদের নাতি মো: রাজু জানান, তার দাদার বয়স হওয়ায় বাড়ি থেকে কম বের হন। তিনি চোখে কম দেখেন, কানেও কম শোনেন। কিন্তু তার সাফ কথা ভোট দিতে হবে। তাই দাদাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে এসেছি।
এই বৃদ্ধকে সহযোগিতা করা আনসার মাহমুদুল হাসান বলেন, ‘যারা অসুস্থ তাদেরকে সহযোগিতা করে ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছি। এই মুরুব্বি একা চলতে পারেন না, তাই আমার কাঁধে করে নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছি।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩ জন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৯১ টি কেন্দ্রে ভোট গ্রহন চলছিল। একটি পৌরসভা ও ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৯৭৬ জন।

Facebook Comments Box
ট্যাগস :

আনসারের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন ৯৬ বছরের বৃদ্ধ

আপডেট সময় : ১০:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৯৬ বছর বয়সের মো: আব্দুল মজিদ ওরফে মাজু ভোট দিয়েছেন ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আনসারের কাঁধে ভর করে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই খুশি তিনি ।
২১ মে মঙ্গলবার উপজেলার পৌর এলাকার রাজ্জাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শেষ বেলায় ভোট দিতে আসেন তিনি। বৃদ্ধ আব্দুল মজিদ শহরের হাতিখানা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে।
ভোটার মজিদ বলেন, ভোটার হওয়ার পর থেকেই আমি ভোট দিচ্ছি। এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে আমি ভোট দেওয়া থেকে বিরত থেকেছি। আজকেও আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, একারনে আমি অনেক খুশি’।
তিনি আরও বলেন, ‘আমার বয়স ৯৬ বছর, আমি একা চলতে পারি না। আমার নাতি ভোটকেন্দ্রে নিয়ে এসেছে। আর সেখান থেকে দুই আনসার আমাকে রুমের ভেতর নিয়ে যায় ভোট দিতে। তাদের সহযোগিতায় ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে।
আব্দুল মজিদের নাতি মো: রাজু জানান, তার দাদার বয়স হওয়ায় বাড়ি থেকে কম বের হন। তিনি চোখে কম দেখেন, কানেও কম শোনেন। কিন্তু তার সাফ কথা ভোট দিতে হবে। তাই দাদাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে এসেছি।
এই বৃদ্ধকে সহযোগিতা করা আনসার মাহমুদুল হাসান বলেন, ‘যারা অসুস্থ তাদেরকে সহযোগিতা করে ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছি। এই মুরুব্বি একা চলতে পারেন না, তাই আমার কাঁধে করে নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছি।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩ জন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৯১ টি কেন্দ্রে ভোট গ্রহন চলছিল। একটি পৌরসভা ও ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৯৭৬ জন।

Facebook Comments Box