ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অস্ট্রেলিয়ার রেকর্ড আর রেকর্ড

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ৫১ বার পঠিত

অস্ট্রেলিয়া দল

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে শুরুতে প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপে একটু একটু করে স্বরূপে ফিরতে শুরু করেছে অজিরা। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানের বিশাল ব্যবধানে জয়ে টানা তিন ম্যাচ জিতল প্যাট কামিন্সের দল।

বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে রান তাড়ায় অ্যাডাম জাম্পার বোলিং তোপে মাত্র ৯০ রানেই গুঁটিয়ে যায় ডাচরা। এতে ৩০৯ রানের বিশাল জয়ে বেশ কিছু রেকর্ড গড়েছে অজিরা।

অজিদের ৩০৯ রানের জয় বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। এর আগের রেকর্ডটিও অস্ট্রেলিয়ার দখলেই ছিল। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানে জয়লাভ করেছিল অজিরা। এতদিন ধরে এটিই ছিল বিশ্বকাপে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন এটিই। আগের রেকর্ডটি ছিল ৪৯ বলে সেঞ্চুরির, চলতি বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিপক্ষে এটি করেছিলেন।

এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে এখন ওয়ার্নারের সেঞ্চুরির সংখ্যা ৬। এই তালিকায় শচীন টেন্ডুলকারকে ধরে ফেলেছেন ওয়ার্নার। এই তালিকায় ৭ সেঞ্চুরি নিয়ে ওয়ার্নারের সামনে আছেন শুধুই ভারতীয় বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

শুধু অস্ট্রেলিয়া হিসাব করলে বিশ্বকাপে ওয়ার্নারের সমান সেঞ্চুরি নেই অন্য কারও। সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং বিশ্বকাপের মঞ্চে ৫টি সেঞ্চুরি করেছিলেন।

এছাড়া অজিদের বিপক্ষে ২ উইকেট শিকার করে ১১৫ রান খরচা করেছেন ডাচ অলরাউন্ডার বাস ডি লিড। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি।

অজিদের ৩৯৯ রানের জবাবে ডাচরা তুলেছে মাত্র ৯০ রান। ৩০৯ রানের বিশাল ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠে গেছে।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৬ অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

অস্ট্রেলিয়ার রেকর্ড আর রেকর্ড

আপডেট সময় : ০৯:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে শুরুতে প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপে একটু একটু করে স্বরূপে ফিরতে শুরু করেছে অজিরা। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানের বিশাল ব্যবধানে জয়ে টানা তিন ম্যাচ জিতল প্যাট কামিন্সের দল।

বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে রান তাড়ায় অ্যাডাম জাম্পার বোলিং তোপে মাত্র ৯০ রানেই গুঁটিয়ে যায় ডাচরা। এতে ৩০৯ রানের বিশাল জয়ে বেশ কিছু রেকর্ড গড়েছে অজিরা।

অজিদের ৩০৯ রানের জয় বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। এর আগের রেকর্ডটিও অস্ট্রেলিয়ার দখলেই ছিল। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানে জয়লাভ করেছিল অজিরা। এতদিন ধরে এটিই ছিল বিশ্বকাপে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন এটিই। আগের রেকর্ডটি ছিল ৪৯ বলে সেঞ্চুরির, চলতি বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিপক্ষে এটি করেছিলেন।

এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে এখন ওয়ার্নারের সেঞ্চুরির সংখ্যা ৬। এই তালিকায় শচীন টেন্ডুলকারকে ধরে ফেলেছেন ওয়ার্নার। এই তালিকায় ৭ সেঞ্চুরি নিয়ে ওয়ার্নারের সামনে আছেন শুধুই ভারতীয় বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

শুধু অস্ট্রেলিয়া হিসাব করলে বিশ্বকাপে ওয়ার্নারের সমান সেঞ্চুরি নেই অন্য কারও। সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং বিশ্বকাপের মঞ্চে ৫টি সেঞ্চুরি করেছিলেন।

এছাড়া অজিদের বিপক্ষে ২ উইকেট শিকার করে ১১৫ রান খরচা করেছেন ডাচ অলরাউন্ডার বাস ডি লিড। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি।

অজিদের ৩৯৯ রানের জবাবে ডাচরা তুলেছে মাত্র ৯০ রান। ৩০৯ রানের বিশাল ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠে গেছে।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৬ অক্টোবর ২০২৩

Facebook Comments Box