ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অর্ধশত বছরের রেকর্ড ভাঙার পথে দেশের তাপমাত্রা

যশোর প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৩১ বার পঠিত

স্বাধীনতার পর ১৯৭২h সালের ১৮ মে ৪৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড গড়েছিল দেশ। এটা এখন পর্যন্ত বাংলাদেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা। তাপমাত্রার পারদ ৫২ বছরের সেই রেকর্ড যেন ভাঙতে বসেছে এবার।মঙ্গলবার (৩০ এপ্রিল) যশোরে ৪৪ ডিগ্রি ছুঁইছুঁই করছে। আজ দেশের দক্ষিণাঞ্চলের জেলা যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৪৩ দশিমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
বৈশাখের শুরু থেকেই যশোরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে মানবকূল থেকে শুরু করে গবাদি পশু, ফসলের ক্ষেত এবং সড়কেও। হাঁসফাঁস অবস্থার মধ্যে আজ তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে। খুলনা আবহাওয়া অফিস এই তথ্যের পাশাপাশি বলছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত যশোরে, এমনকি দেশেও সর্বোচ্চ তাপমাত্রা এটা। এর আগে এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা গত সোমবার ছিল ৪২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।
তীব্র তাপপ্রবাহে শহরে জনজীবন অচল হয়ে পড়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাস্তায় চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়ক ঠান্ডা করতে গত কয়েকদিন ধরে দিনের বেলায় পানি স্প্রে করছে যশোর পৌরসভা। পৌরসভার পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, শহরের পিচঢালা রাস্তাগুলো ঠান্ডা রাখতে নিয়মিত পানি স্প্রে করার পাশাপাশি শহরের চারটি স্থানে পথচারীদের পানি খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন চার ঘণ্টা করে এসব স্থানে পানি খাওয়ানো হচ্ছে।

Facebook Comments Box
ট্যাগস :

অর্ধশত বছরের রেকর্ড ভাঙার পথে দেশের তাপমাত্রা

আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

স্বাধীনতার পর ১৯৭২h সালের ১৮ মে ৪৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড গড়েছিল দেশ। এটা এখন পর্যন্ত বাংলাদেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা। তাপমাত্রার পারদ ৫২ বছরের সেই রেকর্ড যেন ভাঙতে বসেছে এবার।মঙ্গলবার (৩০ এপ্রিল) যশোরে ৪৪ ডিগ্রি ছুঁইছুঁই করছে। আজ দেশের দক্ষিণাঞ্চলের জেলা যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৪৩ দশিমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
বৈশাখের শুরু থেকেই যশোরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে মানবকূল থেকে শুরু করে গবাদি পশু, ফসলের ক্ষেত এবং সড়কেও। হাঁসফাঁস অবস্থার মধ্যে আজ তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে। খুলনা আবহাওয়া অফিস এই তথ্যের পাশাপাশি বলছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত যশোরে, এমনকি দেশেও সর্বোচ্চ তাপমাত্রা এটা। এর আগে এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা গত সোমবার ছিল ৪২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।
তীব্র তাপপ্রবাহে শহরে জনজীবন অচল হয়ে পড়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাস্তায় চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়ক ঠান্ডা করতে গত কয়েকদিন ধরে দিনের বেলায় পানি স্প্রে করছে যশোর পৌরসভা। পৌরসভার পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, শহরের পিচঢালা রাস্তাগুলো ঠান্ডা রাখতে নিয়মিত পানি স্প্রে করার পাশাপাশি শহরের চারটি স্থানে পথচারীদের পানি খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন চার ঘণ্টা করে এসব স্থানে পানি খাওয়ানো হচ্ছে।

Facebook Comments Box