ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধে যানবাহন চালানোর ঘোষণা পরিবহণ মালিকদের

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৯৪ বার পঠিত

টানা তিন দিন অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত, যা আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়ে চলবে ২ নভেম্বর পর্যন্ত। তবে, এই অবরোধের মধ্যে যান চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ সোমাবর (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এ সময়ে যানের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধের বিষয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সংগঠনগুলোর নেতারা আলোচনা করে যান চলাচলের এই সিদ্ধান্ত নিয়েছে।

পরিবহণ চলাচল যেন বাধাগ্রস্ত না হয় এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পণ্য ও যাত্রী পরিবহণ চলাচল স্বাভাবিক রাখার জন্য পরিবহণ মালিক এবং শ্রমিকদের অনুরোধ জানান হয়।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৩০ অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

অবরোধে যানবাহন চালানোর ঘোষণা পরিবহণ মালিকদের

আপডেট সময় : ০৭:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

টানা তিন দিন অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত, যা আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়ে চলবে ২ নভেম্বর পর্যন্ত। তবে, এই অবরোধের মধ্যে যান চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ সোমাবর (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এ সময়ে যানের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধের বিষয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সংগঠনগুলোর নেতারা আলোচনা করে যান চলাচলের এই সিদ্ধান্ত নিয়েছে।

পরিবহণ চলাচল যেন বাধাগ্রস্ত না হয় এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পণ্য ও যাত্রী পরিবহণ চলাচল স্বাভাবিক রাখার জন্য পরিবহণ মালিক এবং শ্রমিকদের অনুরোধ জানান হয়।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৩০ অক্টোবর ২০২৩

Facebook Comments Box