ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অফশোর ব্যাংকিং আইনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

অফশোর ব্যাংকিং আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অফশোর ব্যাংক খোলার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিতে হবে। পাঁচটি কারেন্সিতে লেনদেন করা যাবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়। এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা শেষে আজ বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, অফশোর ব্যাংক করার জন্য অনিবাসী বাংলাদেশি বা অনিবাসী প্রতিষ্ঠান অ্যাকাউন্ট খুলতে পারবে। বাংলাদেশিরাও এর লাইসেন্স নিতে পারবেন।

এটা সর্বাধুনিক ব্যাংকিং ব্যবস্থা জানিয়ে ক্যাবিনেট সেক্রেটারি আরও বলেন, সারা বিশ্বের বিভিন্ন দেশ এই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। সমসাময়িক আন্তর্জাতিক বিশ্বে এটি ব্যবহৃত হচ্ছে।

মাহবুব হোসেন আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকার অফশোর ব্যাংকিং নামে নতুন ব্যাংকিং কার্যক্রম শুরু করছে। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অফশোর ব্যাংকিং আইন করা হয়েছে। পৃথিবীর অনেক দেশ এই ব্যবস্থা ব্যবহার করে সুফল পেয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

অফশোর ব্যাংকিং আইনের অনুমোদন

আপডেট সময় : ১১:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

অফশোর ব্যাংকিং আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অফশোর ব্যাংক খোলার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিতে হবে। পাঁচটি কারেন্সিতে লেনদেন করা যাবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়। এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা শেষে আজ বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, অফশোর ব্যাংক করার জন্য অনিবাসী বাংলাদেশি বা অনিবাসী প্রতিষ্ঠান অ্যাকাউন্ট খুলতে পারবে। বাংলাদেশিরাও এর লাইসেন্স নিতে পারবেন।

এটা সর্বাধুনিক ব্যাংকিং ব্যবস্থা জানিয়ে ক্যাবিনেট সেক্রেটারি আরও বলেন, সারা বিশ্বের বিভিন্ন দেশ এই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। সমসাময়িক আন্তর্জাতিক বিশ্বে এটি ব্যবহৃত হচ্ছে।

মাহবুব হোসেন আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকার অফশোর ব্যাংকিং নামে নতুন ব্যাংকিং কার্যক্রম শুরু করছে। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অফশোর ব্যাংকিং আইন করা হয়েছে। পৃথিবীর অনেক দেশ এই ব্যবস্থা ব্যবহার করে সুফল পেয়েছে।

Facebook Comments Box