ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসির উদ্দীনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন Logo সোনারগাঁয়ে গাজাঁ ও ফেনসিডিলসহ আটক-৪ Logo স্বপ্ন পূরণ হলো না মৌলভীবাজারের লিটনের ! বেলারুশ সীমান্তে পিটিয়ে হত্যা তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: স্বপ্ন পূরণে ইচ্ছা ছিল জার্মানিতে গিয়ে উন্নত জীবনযাপনের মাধ্যমে স্বপ্নের বাস্তবতা হাসিল করার অদম্য সাহস ছিল লিটন চৌধুরীর। সেই দেশে যেতে বেলারুশ সীমান্ত দিয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তিনিসহ কয়েকজন অভিবাসন-প্রত্যাশী পোল্যান্ড পুলিশের হাতে ধরা পড়ে যান। তাদের পুশব্যাক করা হয়। কিন্তু বেলারুশেও তারা ঢুকতে পারেননি। দুই দেশের সীমান্তে গভীর জঙ্গলে বহু কষ্টে দিন কাটছিল তাদের। গত সোমবার স্থানীয় সময় রাতে স্বজনেরা জানতে পারেন, লিটনসহ ১৫ জন অভিবাসী পুলিশের পিটুনিতে মারা গেছেন। বেলারুশের একটি হাসপাতালের মর্গে তাদের লাশ রাখা হয়েছে। এ খবরে লিটনের পরিবারে মাতম শুরু হয়। লিটন চৌধুরী (৩৫) মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদরের জাঙ্গিরাই এলাকার বাসিন্দা প্রয়াত মোশারফ হোসেন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে। তার মা, এক ভাই, স্ত্রী ও তিন শিশুসন্তান রয়েছে। লিটন এর আগে দুবাইয়ে থাকতেন। লিটনদের বাড়িতে, একটি কক্ষে তার মা ও স্ত্রী আহাজারি করছেন। স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। পরিবারের সদস্যরা জানান, লিটনের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে একটি কিন্ডারগার্টেনে পঞ্চম ও মেয়ে একই প্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে পড়ে। ছোট ছেলের বয়স মাত্র দুই বছর। লিটনের ছোট ভাই নোমান চৌধুরী ইতালিতে অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করছেন। বৈধ না হওয়ায় দেশে ফিরতে পারছেন না। স্বজনেরা বলেন, লিটনদের পরিবার অনেকটা সচ্ছল। দুবাইয়ের জীবন লিটনের ভালো লাগত না। ইউরোপে গিয়ে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখতেন তিনি। লিটনের স্ত্রীর বড় ভাই শাহিন আহমদ বলেন, মায়ের অসুস্থতার খবর পেয়ে বছরখানেক আগে লিটন দুবাই থেকে দেশে ফেরেন। মায়ের চিকিৎসা করান। মা সুস্থ হওয়ার কয়েক মাস পর দুবাইয়ে ফিরে যান। দুবাইয়ে গিয়ে রাশিয়ায় বসবাসকারী ম্যাক্স নামের এক দালালের মাধ্যমে জার্মানিতে যাওয়ার পরিকল্পনা করেন। এ কাজের জন্য ম্যাক্স ৮ লাখ ২৫ হাজার টাকা দাবি করেন। ম্যাক্সের বাড়ি নোয়াখালী। প্রকৃত নাম অন্য কিছু হলেও দুবাইয়ে ওই নামেই তিনি পরিচিত। শাহিন বলেন, সিলেটের বিয়ানীবাজারে নজরুল ইসলাম নামের এক গাড়ি ব্যবসায়ী ম্যাক্সের আত্মীয়। নজরুলের কাছে তাঁরা টাকা জমা দেন। এ সময় একটি চুক্তিনামাও করা হয়। জার্মানিতে পাঠাতে না পারলে সব টাকা ফেরতের কথাও চুক্তিনামায় উল্লেখ করা হয়। সেপ্টেম্বরে লিটন রাশিয়া হয়ে বেলারুশে যান। এরপর বেলারুশের সীমান্ত দিয়ে পোল্যান্ডে পৌঁছালে পুলিশ তাঁকেসহ আরও কয়েকজনকে ধরে ফেলে। তাদের সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। বেলারুশের পুলিশ তাঁদের ঢুকতে বাঁধা দেয়। এ পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে জঙ্গলে তাঁরা দিন কাটান। শাহিন বলেন, সর্বশেষ ৭ই অক্টোবর লিটন তাঁকে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠান। ওই ভয়েস মেসেজে লিটন বলেন, তিনি জঙ্গলে খুব কষ্টে আছেন। খাবার নেই, পানি নেই। তাঁর একটি পা ভেঙে গেছে। লিটন ম্যাক্সের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাকে উদ্ধারের ব্যবস্থা করতে বলেন। পরে তিনি (শাহিন আহমেদ) ম্যাক্সের সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করলে তিনি শুধু আশ্বাস দিতে থাকেন। কিছুদিন পর লিটনের হোয়াটসঅ্যাপ নম্বরটি বন্ধ পাওয়া যায়। লিটনের খোঁজ না পাওয়ায় চিন্তিত ছিল তার পরিবার। এই বিষয়ে শাহিন বলেন, দীর্ঘদিন ধরে লিটনের খোঁজখবর না পাওয়ায় তারা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে থাকেন। সম্প্রতি তারা বেলারুশ সীমান্তের একটি ভিডিও পান। ভিডিওটি স্থানীয় একটি সংবাদমাধ্যমের। ওই ভিডিওতে দাবি করা হয়, সীমান্তে ১৫ জন অভিবাসীকে পোল্যান্ড পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। এর মধ্যে চেহারা, পরনের টি-শার্ট ও প্যান্ট দেখে তারা লিটনের লাশ শনাক্ত করেন। কিন্তু তাতেও তাঁরা পুরোপুরি নিশ্চিত হননি। শাহিন বলেন, বিভিন্ন সূত্রের ভিত্তিতে বেলারুশে বসবাসকারী এক বাংলাদেশি চিকিৎসকের সঙ্গে তারা যোগাযোগ করেন। ওই চিকিৎসক বিভিন্ন শরণার্থী ক্যাম্প ও হাসপাতালে খোঁজ নেন। একপর্যায়ে একটি হাসপাতালের মর্গে লিটনের লাশ পান। সোমবার রাত আটটার দিকে চিকিৎসক লিটনের লাশের ছবি তাদের কাছে পাঠান। এতে তাঁরা নিশ্চিত হন লিটন মারা গেছেন। শাহিন বলেন, লিটনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তারা ম্যাক্স ও নজরুলের সঙ্গে কথা বলেন। লাশ ফেরত পাঠানোর বিষয়ে তাদের সহায়তা চান। কিন্তু তারা কোনো সহায়তা করেননি। ম্যাক্সের আসল পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। তারা ম্যাক্স ও নজরুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেবেন। শাহিন বলেন, লিটনের লাশ দেশে আনা হবে কি না, সে বিষয়ে তাঁরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কুলাউড়া সার্কেলের (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা) অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান গনমাধ্যমে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। Logo সৌদিতে ফ্যাশন শো নিয়ে ইসলামী পণ্ডিতদের ক্ষোভের যত কারণ Logo প্রতারণার অভিযোগে গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার আদালতে মামলা Logo ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হলো Logo ভাঙ্গুড়া প্রেস ক্লাবের অবৈধ কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান Logo মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সম্পাদক মহিম গ্রেপ্তার Logo পাবনার আমিনপুরে ইজিবাইক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২ Logo সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া

অনলাইনেই দেওয়া যাবে মনোনয়নপত্র

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৫৫ বার পঠিত

ঢাকা : অনলাইনের মাধ্যমে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেই এই পদ্ধতি পুরোপুরি কার্যকর করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে না গিয়েও প্রার্থীরা অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের সব প্রার্থীই এ সুবিধা নিতে পারবেন।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এ পদ্ধতি কার্যকর হলে আগামীতে কেউ প্রভাব বিস্তার করে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থেকে কোনো প্রার্থীকে বিরত রাখতে পারবে না। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এটি ইসির একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ।

অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় প্রত্যেক প্রার্থীর জন্য একটি ‘স্বতন্ত্র’ ইউজার আইডি থাকবে। অনলাইনে মনোনয়নপত্রটি জমা হয়েছে কি না সে তথ্যও রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে মনোনয়নপত্রের তথ্যে কোনো ত্রুটি থাকলে সংশ্লিষ্ট প্রার্থীকে যাচাই-বাছাইয়ের সময় সশরীরে উপস্থিত থাকতে হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সরাসরি না গিয়ে ঘরে বসেই নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তিনি আরও সুযোগ নিতে পারবেন। এক্ষেত্রে কমিশনের ওয়েবসাইটে মনোনয়নপত্র সংক্রান্ত লিঙ্কে প্রবেশ করে প্রথমে প্রার্থী তার মুখমণ্ডল ‘প্রদর্শন’ করলে ভোটার ডেটা বেইজের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। এরপর তিনি একটা ইউজার আইডি পাবেন। সেটি ব্যবহার করেই ওই প্রার্থী মনোনয়নপত্রের যাবতীয় তথ্য সন্নিবেশ করবেন।

মনোনয়নপত্রে প্রার্থীর প্রস্তাবক, সমর্থকদের নাম-পরিচয় ইত্যাদি স্বতন্ত্রভাবে সার্ভারে আপলোড করা হবে। দল থেকে মনোনীত প্রার্থীর ক্ষেত্রে দলীয় প্রধান, সাধারণ সম্পাদক বা দপ্তরের সত্যায়িত প্রত্যয়নপত্র থাকতে হবে। স্বতন্ত্র প্রার্থী হলে তাকে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত প্রথম ও শেষ পৃষ্ঠার ছবি আপলোড করতে হবে। হার্ডকপি বার্তা বাহকের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালেও হবে। প্রার্থীর ভোটার তথ্যভান্ডারে যাবতীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ছকে বসে যাবে।

সেখানে ধাপে ধাপে আয়কর রিটার্ন, হলফনামা, দলীয় প্রার্থী হলে স্বাক্ষরিত সত্যায়িত কপিসহ আনুষঙ্গিক তথ্য আপলোড করতে হবে। প্রতিটি ধাপের তথ্য সেভ অপশনে চাপলে সেটি সুরক্ষিত থাকবে। পরে নতুন কোনো তথ্য সন্নিবেশ করলেও আগের তথ্য অবিকল থাকবে। প্রার্থীর তথ্য নিশ্চিত হলেই প্রস্তাবকের মুখমণ্ডলের ছবি ও তার তথ্য আপলোড করবেন। এরপর শেষ ধাপে সমর্থকের তথ্য সংযোজনের পর প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকের ছবি ক্রস ম্যাচিংয়ের পর সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠালে প্রার্থী নিজ মোবাইলে ফিরতি একটি এসএমএস পাবেন। তিনি নির্বাচনে প্রার্থিতায় টিকেছেন নাকি বাদ পড়েছেন এসএমএসের মাধ্যমেই তা অবহিত হবেন।

বিগত দিনে প্রার্থীকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত থেকে হলফনামায় স্বাক্ষর করতে হতো। এখন আগে স্বাক্ষর করানো হলফনামা আপলোড করলেই মনোনয়নপত্র বৈধ হবে। প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীকে সরাসরি উপস্থিত থাকতে হবে। জামানতের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন প্রার্থীরা। শিগগিরই অনলাইনে মনোনয়ন ফরম পূরণের জন্য একটি ‘অ্যাপ’ চূড়ান্ত করবে ইসি।

নির্বাচন কমিশন সূত্রগুলো বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান নির্বাচনী বিধিমালায় সংযুক্ত করা হয়েছিল। তখন সুযোগ থাকলেও তা কার্যকর করা যায়নি। কেননা, সেটি পুরোপুরি অনলাইনভিত্তিক ছিল না। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাবতীয় কাগজপত্রের হার্ডকপি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হতো। এখন বিষয়টি পুরোপুরি অনলাইননির্ভর করায় ওই ঝামেলা পোহাতে হবে না।

ইসির দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, এই পদ্ধতি কার্যকর করার মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা এবং আচরণবিধি ভঙ্গের প্রবণতা বন্ধ হবে। সাম্প্রতিক সময়ে কমিশনের সঙ্গে অনুষ্ঠিত একাধিক সংলাপে অংশীজনদের অনেকেই অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান পুরোপুরি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া সংক্রান্ত বিষয়ে কমিশন সভায় সকলে নীতিগতভাবে একমত হয়েছেন। এখন তা বাস্তবায়ন করবে ইসি। এটি কার্যকর হলে প্রার্থীদের অনেক সুবিধা হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, এটি একটি ইতিবাচক উদ্যোগ। সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা, এটি তার সঙ্গে সংগতিপূর্ণ হবে। দ্বিতীয়ত, কমিশন চাইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্যগুলো মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে দিয়ে দিতে পারবে। তৃতীয়ত, মনোনয়নপত্র জমা দেওয়া থেকে বিরত রাখার যে চেষ্টা অনেক সময় দেখা যায়, সেখান থেকেও পরিত্রাণ পাওয়া যাবে। ভারতে বেশ কয়েক বছর আগেই এ ব্যবস্থা চালু হয়েছে বলে জানান তিনি।

সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ২৩ আগস্ট ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

স্বপ্ন পূরণ হলো না মৌলভীবাজারের লিটনের ! বেলারুশ সীমান্তে পিটিয়ে হত্যা তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: স্বপ্ন পূরণে ইচ্ছা ছিল জার্মানিতে গিয়ে উন্নত জীবনযাপনের মাধ্যমে স্বপ্নের বাস্তবতা হাসিল করার অদম্য সাহস ছিল লিটন চৌধুরীর। সেই দেশে যেতে বেলারুশ সীমান্ত দিয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তিনিসহ কয়েকজন অভিবাসন-প্রত্যাশী পোল্যান্ড পুলিশের হাতে ধরা পড়ে যান। তাদের পুশব্যাক করা হয়। কিন্তু বেলারুশেও তারা ঢুকতে পারেননি। দুই দেশের সীমান্তে গভীর জঙ্গলে বহু কষ্টে দিন কাটছিল তাদের। গত সোমবার স্থানীয় সময় রাতে স্বজনেরা জানতে পারেন, লিটনসহ ১৫ জন অভিবাসী পুলিশের পিটুনিতে মারা গেছেন। বেলারুশের একটি হাসপাতালের মর্গে তাদের লাশ রাখা হয়েছে। এ খবরে লিটনের পরিবারে মাতম শুরু হয়। লিটন চৌধুরী (৩৫) মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদরের জাঙ্গিরাই এলাকার বাসিন্দা প্রয়াত মোশারফ হোসেন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে। তার মা, এক ভাই, স্ত্রী ও তিন শিশুসন্তান রয়েছে। লিটন এর আগে দুবাইয়ে থাকতেন। লিটনদের বাড়িতে, একটি কক্ষে তার মা ও স্ত্রী আহাজারি করছেন। স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। পরিবারের সদস্যরা জানান, লিটনের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে একটি কিন্ডারগার্টেনে পঞ্চম ও মেয়ে একই প্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে পড়ে। ছোট ছেলের বয়স মাত্র দুই বছর। লিটনের ছোট ভাই নোমান চৌধুরী ইতালিতে অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করছেন। বৈধ না হওয়ায় দেশে ফিরতে পারছেন না। স্বজনেরা বলেন, লিটনদের পরিবার অনেকটা সচ্ছল। দুবাইয়ের জীবন লিটনের ভালো লাগত না। ইউরোপে গিয়ে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখতেন তিনি। লিটনের স্ত্রীর বড় ভাই শাহিন আহমদ বলেন, মায়ের অসুস্থতার খবর পেয়ে বছরখানেক আগে লিটন দুবাই থেকে দেশে ফেরেন। মায়ের চিকিৎসা করান। মা সুস্থ হওয়ার কয়েক মাস পর দুবাইয়ে ফিরে যান। দুবাইয়ে গিয়ে রাশিয়ায় বসবাসকারী ম্যাক্স নামের এক দালালের মাধ্যমে জার্মানিতে যাওয়ার পরিকল্পনা করেন। এ কাজের জন্য ম্যাক্স ৮ লাখ ২৫ হাজার টাকা দাবি করেন। ম্যাক্সের বাড়ি নোয়াখালী। প্রকৃত নাম অন্য কিছু হলেও দুবাইয়ে ওই নামেই তিনি পরিচিত। শাহিন বলেন, সিলেটের বিয়ানীবাজারে নজরুল ইসলাম নামের এক গাড়ি ব্যবসায়ী ম্যাক্সের আত্মীয়। নজরুলের কাছে তাঁরা টাকা জমা দেন। এ সময় একটি চুক্তিনামাও করা হয়। জার্মানিতে পাঠাতে না পারলে সব টাকা ফেরতের কথাও চুক্তিনামায় উল্লেখ করা হয়। সেপ্টেম্বরে লিটন রাশিয়া হয়ে বেলারুশে যান। এরপর বেলারুশের সীমান্ত দিয়ে পোল্যান্ডে পৌঁছালে পুলিশ তাঁকেসহ আরও কয়েকজনকে ধরে ফেলে। তাদের সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। বেলারুশের পুলিশ তাঁদের ঢুকতে বাঁধা দেয়। এ পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে জঙ্গলে তাঁরা দিন কাটান। শাহিন বলেন, সর্বশেষ ৭ই অক্টোবর লিটন তাঁকে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠান। ওই ভয়েস মেসেজে লিটন বলেন, তিনি জঙ্গলে খুব কষ্টে আছেন। খাবার নেই, পানি নেই। তাঁর একটি পা ভেঙে গেছে। লিটন ম্যাক্সের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাকে উদ্ধারের ব্যবস্থা করতে বলেন। পরে তিনি (শাহিন আহমেদ) ম্যাক্সের সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করলে তিনি শুধু আশ্বাস দিতে থাকেন। কিছুদিন পর লিটনের হোয়াটসঅ্যাপ নম্বরটি বন্ধ পাওয়া যায়। লিটনের খোঁজ না পাওয়ায় চিন্তিত ছিল তার পরিবার। এই বিষয়ে শাহিন বলেন, দীর্ঘদিন ধরে লিটনের খোঁজখবর না পাওয়ায় তারা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে থাকেন। সম্প্রতি তারা বেলারুশ সীমান্তের একটি ভিডিও পান। ভিডিওটি স্থানীয় একটি সংবাদমাধ্যমের। ওই ভিডিওতে দাবি করা হয়, সীমান্তে ১৫ জন অভিবাসীকে পোল্যান্ড পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। এর মধ্যে চেহারা, পরনের টি-শার্ট ও প্যান্ট দেখে তারা লিটনের লাশ শনাক্ত করেন। কিন্তু তাতেও তাঁরা পুরোপুরি নিশ্চিত হননি। শাহিন বলেন, বিভিন্ন সূত্রের ভিত্তিতে বেলারুশে বসবাসকারী এক বাংলাদেশি চিকিৎসকের সঙ্গে তারা যোগাযোগ করেন। ওই চিকিৎসক বিভিন্ন শরণার্থী ক্যাম্প ও হাসপাতালে খোঁজ নেন। একপর্যায়ে একটি হাসপাতালের মর্গে লিটনের লাশ পান। সোমবার রাত আটটার দিকে চিকিৎসক লিটনের লাশের ছবি তাদের কাছে পাঠান। এতে তাঁরা নিশ্চিত হন লিটন মারা গেছেন। শাহিন বলেন, লিটনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তারা ম্যাক্স ও নজরুলের সঙ্গে কথা বলেন। লাশ ফেরত পাঠানোর বিষয়ে তাদের সহায়তা চান। কিন্তু তারা কোনো সহায়তা করেননি। ম্যাক্সের আসল পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। তারা ম্যাক্স ও নজরুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেবেন। শাহিন বলেন, লিটনের লাশ দেশে আনা হবে কি না, সে বিষয়ে তাঁরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কুলাউড়া সার্কেলের (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা) অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান গনমাধ্যমে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইনেই দেওয়া যাবে মনোনয়নপত্র

আপডেট সময় : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

ঢাকা : অনলাইনের মাধ্যমে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেই এই পদ্ধতি পুরোপুরি কার্যকর করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে না গিয়েও প্রার্থীরা অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের সব প্রার্থীই এ সুবিধা নিতে পারবেন।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এ পদ্ধতি কার্যকর হলে আগামীতে কেউ প্রভাব বিস্তার করে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থেকে কোনো প্রার্থীকে বিরত রাখতে পারবে না। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এটি ইসির একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ।

অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় প্রত্যেক প্রার্থীর জন্য একটি ‘স্বতন্ত্র’ ইউজার আইডি থাকবে। অনলাইনে মনোনয়নপত্রটি জমা হয়েছে কি না সে তথ্যও রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে মনোনয়নপত্রের তথ্যে কোনো ত্রুটি থাকলে সংশ্লিষ্ট প্রার্থীকে যাচাই-বাছাইয়ের সময় সশরীরে উপস্থিত থাকতে হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সরাসরি না গিয়ে ঘরে বসেই নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তিনি আরও সুযোগ নিতে পারবেন। এক্ষেত্রে কমিশনের ওয়েবসাইটে মনোনয়নপত্র সংক্রান্ত লিঙ্কে প্রবেশ করে প্রথমে প্রার্থী তার মুখমণ্ডল ‘প্রদর্শন’ করলে ভোটার ডেটা বেইজের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। এরপর তিনি একটা ইউজার আইডি পাবেন। সেটি ব্যবহার করেই ওই প্রার্থী মনোনয়নপত্রের যাবতীয় তথ্য সন্নিবেশ করবেন।

মনোনয়নপত্রে প্রার্থীর প্রস্তাবক, সমর্থকদের নাম-পরিচয় ইত্যাদি স্বতন্ত্রভাবে সার্ভারে আপলোড করা হবে। দল থেকে মনোনীত প্রার্থীর ক্ষেত্রে দলীয় প্রধান, সাধারণ সম্পাদক বা দপ্তরের সত্যায়িত প্রত্যয়নপত্র থাকতে হবে। স্বতন্ত্র প্রার্থী হলে তাকে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত প্রথম ও শেষ পৃষ্ঠার ছবি আপলোড করতে হবে। হার্ডকপি বার্তা বাহকের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালেও হবে। প্রার্থীর ভোটার তথ্যভান্ডারে যাবতীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ছকে বসে যাবে।

সেখানে ধাপে ধাপে আয়কর রিটার্ন, হলফনামা, দলীয় প্রার্থী হলে স্বাক্ষরিত সত্যায়িত কপিসহ আনুষঙ্গিক তথ্য আপলোড করতে হবে। প্রতিটি ধাপের তথ্য সেভ অপশনে চাপলে সেটি সুরক্ষিত থাকবে। পরে নতুন কোনো তথ্য সন্নিবেশ করলেও আগের তথ্য অবিকল থাকবে। প্রার্থীর তথ্য নিশ্চিত হলেই প্রস্তাবকের মুখমণ্ডলের ছবি ও তার তথ্য আপলোড করবেন। এরপর শেষ ধাপে সমর্থকের তথ্য সংযোজনের পর প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকের ছবি ক্রস ম্যাচিংয়ের পর সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠালে প্রার্থী নিজ মোবাইলে ফিরতি একটি এসএমএস পাবেন। তিনি নির্বাচনে প্রার্থিতায় টিকেছেন নাকি বাদ পড়েছেন এসএমএসের মাধ্যমেই তা অবহিত হবেন।

বিগত দিনে প্রার্থীকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত থেকে হলফনামায় স্বাক্ষর করতে হতো। এখন আগে স্বাক্ষর করানো হলফনামা আপলোড করলেই মনোনয়নপত্র বৈধ হবে। প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীকে সরাসরি উপস্থিত থাকতে হবে। জামানতের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন প্রার্থীরা। শিগগিরই অনলাইনে মনোনয়ন ফরম পূরণের জন্য একটি ‘অ্যাপ’ চূড়ান্ত করবে ইসি।

নির্বাচন কমিশন সূত্রগুলো বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান নির্বাচনী বিধিমালায় সংযুক্ত করা হয়েছিল। তখন সুযোগ থাকলেও তা কার্যকর করা যায়নি। কেননা, সেটি পুরোপুরি অনলাইনভিত্তিক ছিল না। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাবতীয় কাগজপত্রের হার্ডকপি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হতো। এখন বিষয়টি পুরোপুরি অনলাইননির্ভর করায় ওই ঝামেলা পোহাতে হবে না।

ইসির দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, এই পদ্ধতি কার্যকর করার মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা এবং আচরণবিধি ভঙ্গের প্রবণতা বন্ধ হবে। সাম্প্রতিক সময়ে কমিশনের সঙ্গে অনুষ্ঠিত একাধিক সংলাপে অংশীজনদের অনেকেই অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান পুরোপুরি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া সংক্রান্ত বিষয়ে কমিশন সভায় সকলে নীতিগতভাবে একমত হয়েছেন। এখন তা বাস্তবায়ন করবে ইসি। এটি কার্যকর হলে প্রার্থীদের অনেক সুবিধা হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, এটি একটি ইতিবাচক উদ্যোগ। সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা, এটি তার সঙ্গে সংগতিপূর্ণ হবে। দ্বিতীয়ত, কমিশন চাইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্যগুলো মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে দিয়ে দিতে পারবে। তৃতীয়ত, মনোনয়নপত্র জমা দেওয়া থেকে বিরত রাখার যে চেষ্টা অনেক সময় দেখা যায়, সেখান থেকেও পরিত্রাণ পাওয়া যাবে। ভারতে বেশ কয়েক বছর আগেই এ ব্যবস্থা চালু হয়েছে বলে জানান তিনি।

সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ২৩ আগস্ট ২০২৩

Facebook Comments Box